অনুশীলনে চোট, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা
- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। সেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ইতিমধ্যেই ভারতীয় দল সোমবার থেকে চলে গেছে কোয়ারেন্টাইনে। কিন্তু কোয়ারেন্টাইনে যাবার আগেই ভারতীয় দলের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এলেন সহ অধিনায়ক রোহিত শর্মা। সোমবার শেষ বেলায় অনুশীলনের সময় টান অনুভব করেন রোহিত। জানা যায় তার হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। আর এমন ইনজুরিতে বিশ্রামের প্রয়োজন। রিহ্যাবেরও প্রয়োজন পড়ে। তাই দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। তার বদলি হিসেবে এলেন ভারত এ দলের ক্যাপ্টেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। রোহিত চোট পাওয়ার পরেই প্রিয়ঙ্ককে তৈরি থাকতে বলা হয়েছিল।
তবে আশা করা গিয়েছিল রোহিত শর্মা হয়তো ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু পরে জানা যায় তিনি বিরাট কোহলির টিমের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন না। বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে,’টেস্ট স্কোয়াডে চোট পাওয়া রোহিত শর্মার বদলে নেওয়া হল প্রিয়ঙ্ক পাঞ্চাল কে। রোহিতের বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। মুম্বাইয়ে ট্রেনিং এর সময় তিনি এই চোট পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে তিনি বাইরে চলে গেলেন।’
উল্লেখ্য কয়েকদিন আগেই ভারতীয় দলের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক হিসেবে নির্বাচন করে নেওয়া হয়েছিল রোহিত শর্মার নাম। টেস্ট ক্যাপ্টেন হিসেবে রাখা হয়েছিল বিরাট কোহলিকে। টেস্টে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তাই ভাবা গিয়েছিল, তার কাছ থেকে একদিনের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার পর কতটা চাপমুক্ত হয়ে খেলতে পারবেন বিরাট কোহলি? কারণ তার সঙ্গে থাকবেন রোহিত শর্মা। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই রোহিত শর্মার ছিটকে যাওয়া প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে অনেক কিছু।