১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় সুদের হার ২১ বছরে সর্বোচ্চ

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় এবার সুদের হার বাড়ল। উচ্চ মূল্যস্ফীতি ও চাহিদা নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক এ সিদ্ধান্ত নিয়েছে। ঋণের বিপরীতে সুদের হার ১০০ পয়েন্টভিত্তিতে বাড়িয়ে ১৫ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। আর আমানতে সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি বেড়ে ৫৪ দশমিক ৬ শতাংশে ছুঁয়েছে।

 

বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সংসদে জানিয়েছেন, সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি ৬০ শতাংশে উন্নীত হতে পারে। তাছাড়া প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে স্বীকার করেছেন রনিল বিক্রমাসিংহে। বিক্রমাসিংহে আইনপ্রণেতাদের জানিয়েছেন, ভেঙে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করা অনেক কঠিন।

 

তাই জ্বালানি তেল আমদানির জন্য রাশিয়ার সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে বলেছেন, পুতিনের সঙ্গে তার ‘খুবই গঠনমূলক’ আলোচনা হয়েছে। রাজাপাকসে রুশ নেতার সঙ্গে তার আলোচনার প্রতি ইঙ্গিত করে এক টু্যইট বার্তায় লিখেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার অনুরোধ করেছি।’

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীলঙ্কায় সুদের হার ২১ বছরে সর্বোচ্চ

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় এবার সুদের হার বাড়ল। উচ্চ মূল্যস্ফীতি ও চাহিদা নিয়ন্ত্রণে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক এ সিদ্ধান্ত নিয়েছে। ঋণের বিপরীতে সুদের হার ১০০ পয়েন্টভিত্তিতে বাড়িয়ে ১৫ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। আর আমানতে সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি বেড়ে ৫৪ দশমিক ৬ শতাংশে ছুঁয়েছে।

 

বুধবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সংসদে জানিয়েছেন, সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি ৬০ শতাংশে উন্নীত হতে পারে। তাছাড়া প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে স্বীকার করেছেন রনিল বিক্রমাসিংহে। বিক্রমাসিংহে আইনপ্রণেতাদের জানিয়েছেন, ভেঙে পড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করা অনেক কঠিন।

 

তাই জ্বালানি তেল আমদানির জন্য রাশিয়ার সাহায্য চেয়েছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে বলেছেন, পুতিনের সঙ্গে তার ‘খুবই গঠনমূলক’ আলোচনা হয়েছে। রাজাপাকসে রুশ নেতার সঙ্গে তার আলোচনার প্রতি ইঙ্গিত করে এক টু্যইট বার্তায় লিখেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার অনুরোধ করেছি।’