পুবের কলম প্রতিবেদক: গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হল এলাকা। ঘটনায় যখন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায়। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহল। এলাকায় ইন্টারনেট (Internet) পরিষেবা তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে দেন।। তাতে দুই প্রক্রিয়া বেশ কয়েকজন জখম হয়েছে। যদিও সকলেই বিপদসীমার বাইরে। দুপক্ষের ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এলাকায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা (Internet) বন্ধ রাখা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশি নিরাপত্তা করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় Heat wave সতর্কতা
দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। তার জেরে এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা (Internet)। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে।গুজব রুখতে এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা (Internet) বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবাগুলি বন্ধ থাকবে না।