০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: কুন্তল ঘোষের চিঠি সামনে রেখে অভিষেককে জেরা, দুঘণ্টা সময় পার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ মে ২০২৩, শনিবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক:  কুন্তল ঘোষের চিঠি সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যাকে জেরা। দুঘণ্টা সময় পার, এখনও চলছে জেরা। আজ সকাল  ১১টা নাগাদ, সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক।  তিনজন কেন্দ্রীয় সরকারি আধিকারিক মিলে তাঁকে জেরা করছেন।

এদিন নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে পৌঁছে যান অভিষেক। নিজাম প্যালেসে প্রবেশের আগে হাসি মুখে দেখা যায় তাকে।

নিজাম প্যালেসে হাজিরার আগে সিবিআইকে চিঠি দিয়ে অভিষেক জানান,

‘নোটিশ পেয়ে আমি স্তম্ভিত। ২০ তারিখ হাজিরার জন্য ১৯ তারিখ দুপুরে চিঠি। আপনারা জানেন আমি দু মাস জনসংযোগ কর্মসূচিতে ছিলাম। তবু পূর্ণ সহযোগিতা করব।’

গতকাল দুর্গাপুর থেকে ফেরেন অভিষেক। সিবিআইয়ের সমনে নবজোয়ার যাত্রা কর্মসূচি মাঝপথে থামিয়ে কলকাতায় আসেন তিনি। তদন্তে সব রকম করবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: কুন্তল ঘোষের চিঠি সামনে রেখে অভিষেককে জেরা, দুঘণ্টা সময় পার

আপডেট : ২০ মে ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কুন্তল ঘোষের চিঠি সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যাকে জেরা। দুঘণ্টা সময় পার, এখনও চলছে জেরা। আজ সকাল  ১১টা নাগাদ, সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক।  তিনজন কেন্দ্রীয় সরকারি আধিকারিক মিলে তাঁকে জেরা করছেন।

এদিন নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে পৌঁছে যান অভিষেক। নিজাম প্যালেসে প্রবেশের আগে হাসি মুখে দেখা যায় তাকে।

নিজাম প্যালেসে হাজিরার আগে সিবিআইকে চিঠি দিয়ে অভিষেক জানান,

‘নোটিশ পেয়ে আমি স্তম্ভিত। ২০ তারিখ হাজিরার জন্য ১৯ তারিখ দুপুরে চিঠি। আপনারা জানেন আমি দু মাস জনসংযোগ কর্মসূচিতে ছিলাম। তবু পূর্ণ সহযোগিতা করব।’

গতকাল দুর্গাপুর থেকে ফেরেন অভিষেক। সিবিআইয়ের সমনে নবজোয়ার যাত্রা কর্মসূচি মাঝপথে থামিয়ে কলকাতায় আসেন তিনি। তদন্তে সব রকম করবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।