BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট অধিকার হরণের প্রতিবাদে সোমবার রাজ্যের আইনজীবীদের ধর্মঘট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম কুরআনের আলোকে মাতৃভাষার মর্যাদা

আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

অলক কুমার পাত্র
  • শেষ আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম, স্পোর্টস ডেস্ক:  চ্যাম্পিয়ন্স ট্রফির আবহের মধ্যেই রবিবার বেজে গেল আইপিএলের দামামা। এ দিন প্রতিযোগিতর সূচি প্রকাশ করা হল বিসিসিআইয়েরে তরফ থেকে। গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এ বার উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ২২ মার্চ ইডেনে সন্ধ্যে সাড়ে সাতটায় ওই ম্যাচে নাইটদের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফের খেলা শুরু ২০ মে থেকে। ফাইনাল ২৫ মে, ইডেনেই।

 

গতবারের রানার আপ সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ, প্রতিপক্ষ রাজস্থায় রয়্যালস। ওইদিনই মহেন্দ্র সিং ধোনিদের দল চেন্নাই সুপার কিংস খেলতে নামবে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া সমৃদ্ধ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।১৩টি কেন্দ্রে ম্যাচ হবে মোট ৭৪টি। ১০টি ফ্র্যাঞ্চাইজির ১০টি শহরের পাশাপাশি আইপিএলের ম্যাচ হবে গুয়াহাটি, ধরমশালা এবং বিশাখাপত্তনমে।

 

একনজরে কেকে আরের সূচি

♦ ২২ মার্চ – কেকেআর বনাম আরসিবি

 

♦ ২৬ মার্চ – রাজস্থান রয়্যালস বনাম কেকেআর

 

♦ ৩১ মার্চ – মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর

 

♦ ৩ এপ্রিল – কেকেআর বনাম সানরাইজার্স

 

♦ ৬ এপ্রিল – কেকেআর বনাম লখনউ সুপার জায়েন্টস

 

♦ ১১ এপ্রিল – সিএসকে বনাম কেকেআর

 

♦ ১৫ এপ্রিল – পঞ্জাব কিংস বনাম কেকেআর

 

♦ ২১ এপ্রিল -কেকেআর বনাম গুজরাত টাইটন্স

 

♦ ২৬ এপ্রিল – কেকেআর বনাম পঞ্জাব কিংস

 

♦ ২৯ এপ্রিল – দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর

 

♦ ৪ মে – কেকেআর বনাম রাজস্থান রয়্যালস

 

♦ ৭ মে – কেকেআর বনাম সিএসকে

 

♦ ১০ মে – সানরাইজার্স বনাম কেকেআর

 

♦ ১৭ মে – আরসিবি বনাম কেকেআর।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder