পুবের কলম প্রতিবেদক: একটা দিন পিছিয়ে যাচ্ছে আইপিএলের শুরু। কথা ছিল ২০ মার্চ ২০২৫ সালের আইপিএল শুরু হবে। কিন্তু তা হচ্ছে না। ২০’র বদলে ২১ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএলের আসর। বিসিসিআই ২০ মার্চ আইপিএল শুরুর পক্ষে থাকলেও সম্প্রচারকারী সংস্থাগুলি চাইছে সপ্তাহান্তে শুরু হোক আইপিএলের আসর। তাতে দর্শক সংখ্যা বাড়বে। বাধ্য হয়েই বিসিসিআইকে সূচি পূনঃপ্রকাশ করতে হচ্ছে। উল্লেখ্য, এবারের আইপিএল হতে চলেছে ১০ দলের। মোট ৭৪টি ম্যাচ। ইতিমধ্যেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবারের আইপিএল ফাইনাল আয়োজিত হতে চলেছে ২৫ মে।১৮তম আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।