ইরাককে হারিয়ে কাতার বিশ্বকাপে ইরান

- আপডেট : ২৮ জানুয়ারী ২০২২, শুক্রবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক : ২০১৪, ১৮’ র পর এবার ২০২২ । পরপর তিনবার বিশ্বকাপ ফুটবলের আসরে অংশগ্রহণ করার ছাড়পত্র পেল ইরান। ইরাককে ১-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন ইরানের ফুটবলাররা। রুদ্ধশ্বাস ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মেহেদী তারেমের গোলে ইরান পৌঁছে গেল কাতার বিশ্বকাপে।
ইরাকের ফুটবলারদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করলেন ইরানের ফুটবলাররাও। পাসিং এর ক্ষেত্রে ইরানি ফুটবলারদের মাপকাঠি ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত এই নিয়ে ষষ্ঠবার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে ইরান। ১৯৭৮, ১৯৯৮,২০০৬, ২০১৪, ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে ইরান।
প্রতিবারই গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে ইরানকে। কাতার বিশ্বকাপে এক অনবদ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইরান। কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইরান তাদের গ্রুপে অপরাজিত থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। সাতটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ শুধুমাত্র ড্র করেছে ইরান। বাকি ছ টি ম্যাচে জিতে শীর্ষে থেকেই কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান।