২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে ইরান

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে মনোযোগ  দিয়েছে ইরান। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে তেহরান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দু’দিনের ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার তেহরানে ফিরে মেহরাবাদ বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাইসি। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উদোদোর আমন্ত্রণে রাইসির রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হয়।

এশিয়ার উদীয়মান শক্তিগুলো বলতে মূলত চিন, রাশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেন রাইসি। তিনি বলেন, ‘ইরান ও ইন্দোনেশিয়ার অর্থনীতি পরস্পরের পরিপূরক। সাম্প্রতিক সফরে আমরা তেহরান ও জাকার্তার মধ্যে ১১টি সহযোগিতা পত্রে স্বাক্ষর করেছি।’

রাইসি বলেন, ‘ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশই নয়, এটি এশিয়ার একটি প্রভাবশালী দেশ এবং আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তেহরান।’ মুসলিম বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও ইন্দোনেশিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও জানান প্রেসিডেন্ট রাইসি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে ইরান

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে মনোযোগ  দিয়েছে ইরান। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের নীতিতে তেহরান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দু’দিনের ইন্দোনেশিয়া সফর শেষে বুধবার তেহরানে ফিরে মেহরাবাদ বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রাইসি। এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উদোদোর আমন্ত্রণে রাইসির রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হয়।

এশিয়ার উদীয়মান শক্তিগুলো বলতে মূলত চিন, রাশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেন রাইসি। তিনি বলেন, ‘ইরান ও ইন্দোনেশিয়ার অর্থনীতি পরস্পরের পরিপূরক। সাম্প্রতিক সফরে আমরা তেহরান ও জাকার্তার মধ্যে ১১টি সহযোগিতা পত্রে স্বাক্ষর করেছি।’

রাইসি বলেন, ‘ইন্দোনেশিয়া শুধু জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশই নয়, এটি এশিয়ার একটি প্রভাবশালী দেশ এবং আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তেহরান।’ মুসলিম বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও ইন্দোনেশিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও জানান প্রেসিডেন্ট রাইসি।