স্বাস্থ্যসাথী কার্ডে অনিয়ম, পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

- আপডেট : ১৫ মে ২০২৪, বুধবার
- / 23
পুবের কলম প্রতিবেদক: স্বাস্থ্যসাথী কার্ডে অনিয়মের জেরে পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য কমিশন। যার জেরে, এই অনিয়মের একটি ঘটনায় যেমন ৪০ হাজার টাকা এবং তার সঙ্গে ওষুধের দামও ফেরত দেবে সংশ্লিষ্ট হাসপাতাল। তেমনই, অন্য একটি ঘটনায় স্বাস্থ্য কমিশন তদন্তের কথা বলল সংশ্লিষ্ট বিভাগকে।
রাজ্যের স্বাস্থ্য কমিশন তথা, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন-এ এক অভিযোগকারী জানান, স্বাস্থ্যসাথী কার্ডে তাঁর রোগীকে তিনি ভর্তি করাতে চেয়েছিলেন কলকাতা বিমানবন্দরের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে। তাঁর রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। ফলে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করাতে না পেরে তিনি ৪০ হাজার টাকা ডিপোজিট করে তাঁর রোগীকে ভর্তি করান ওই হাসপাতালে। শেষ পর্যন্ত স্বাস্থ্যসাথীতে তাঁর রোগীকে ট্রান্সফার করা হয়। তবে, ওই ৪০ হাজার টাকা ফেরত দেওয়া হয়নি।
রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান, বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় জানান, এই হাসপাতালের বক্তব্য ক্যাশ মোডে রোগীকে ভর্তি করানো হয়েছিল, তখন স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়নি। পরে বলা হলে হাসপাতাল সাহায্য করে কীভাবে কী করতে হবে। তিন দিন পর এই রোগীকে স্বাস্থ্যসাথীতে ট্রান্সফার করা হয়। তাই ওই দিনের জন্য বিল করা হয়েছে। ওই বিল চেয়েছিল স্বাস্থ্য কমিশন। তবে দেওয়া হয়নি।
রোগীর বাড়ির লোকও বলছে তাঁকেও বিল দেওয়া হয়নি। হাসপাতাল থেকে যে রিপ্লাই দেওয়া হয়েছে সেটাও সন্তোষজনক নয়। এই হাসপাতালকে বলা হয়েছে, যেহেতু এটা প্রথম অভিযোগ তাই জরিমানা করা হচ্ছে না। কিন্তু ৪০ হাজার টাকা ফেরত দেবে বলেছে হাসপাতাল। অভিযোগকারী বলেন, ওষুধও বাইরে থেকে কিনে দেওয়া হয়েছে। ফলে, ওই ওষুধের বিলও যদি দেওয়া হয়, তা হলে হাসপাতাল ফেরত দেবে ওষুদের দাম।