নয়াদিল্লি, ১৭ মার্চ: রাষ্ট্রসংঘের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক সংস্থাগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন তিনি। মোদি বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক সংঘাতের মধ্যে রাষ্ট্রসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
রবিবার মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব আন্তর্জাতিক সংস্থা তৈরি হয়েছিল, সেগুলো প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সেগুলোতে কোনো সংস্কার নেই। রাষ্ট্রসংঘের মতো প্রতিষ্ঠান তাদের ভূমিকা পালন করতে পারছে না। বিশ্বের যেসব মানুষ আইন-কানুনকে গুরুত্ব দেয় না, তারা সবকিছু করছে। কেউ তাদের থামাতে পারছে না।’
প্রসঙ্গত, কয়েক দশক ধরে ভারত যুক্তি দিয়ে আসছে যে তারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার যোগ্য। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ১৫-জাতির কাউন্সিল একবিংশ শতাব্দীতে তার উদ্দেশ্যের জন্য উপযুক্ত নয় এবং সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতাও প্রতিফলিত করে না বলে মন্তব্য করেছে নয়াদিল্লি।