বাবরি মসজিদ যেখানে ছিল সেখানেই থাকবে, সংসদে বললেন ওয়াইসি

- আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
- / 11
পুবের কলম ওয়েব ডেস্ক: রামমন্দির নির্মাণ ও উদ্বোধন নিয়ে আলোচনা চলছে। বিজেপিপন্থী সাংসদদের হাততালিতে ফেটে পড়ছে গোটা কক্ষ। কিন্তু বুক ফাটছে হয়তো একমাত্র তাঁরই। কারণ তিনি সংখ্যালঘু। আর সংখ্যালঘু হওয়ার তাগিদেই আবারও নতুন করে সংখ্যালঘুদের মনের কথা বিজেপিপন্থীদের সামনে বলিষ্ঠ কণ্ঠে বললনে সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
শনিবার সংসদে ওয়াইসি বলেন, বাবরি যেখানে নির্মাণ হয়েছিল, চিরকাল সেখানেই থাকবে। তিনি বলেন, দেশের ১৭ কোটি মুসলিম নিজেদের একলা মনে করছেন। দেশ ‘বাবা মোদি’ কে চায়না। তিনি প্রশ্ন তোলেন, দেশের বর্তমান সরকার কি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য? বিজপি কি শুধু হিন্দুত্বের সরকার? মিম প্রধান বলেন, ভারতের গণতন্ত্রের আলো ম্লান হয়ে গেছে। বাবরি যেখানে ছিল, সেখানেই থেকে যাবে।
তিনি বলেন, আমি কি বাবর, জিন্নাহ, আওরঙ্গজেবদের মুখপাত্র? আমি মর্যদা পুরুষোত্তম রামকে সম্মান করি কিন্তু নাথুরাম গডসেকে ঘৃণা করি। দেশ বাবা মোদিকে চায় না। আমি জানতে চাই, সরকার যখন এই বিতর্কের জবাব দেবে তখন কি ১৪০ কোটি ভারতীয়দের উপর গুরুত্ব দেবে নাকি শুধুমাত্র হিন্দুত্ববাদীদের উপর?