মিডিয়া ওয়ান সংখ্যালঘু পরিচালিত বলেই কি বন্ধ করার ছক? সুপ্রিম কোর্টে প্রশ্ন আইনজীবী দাভের

- আপডেট : ১৫ মার্চ ২০২২, মঙ্গলবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক : আইনজীবী দুষ্যন্ত দাভে জানান, লাইসেন্স পুনর্নবীকরণের সময় সিকিউরিটি ক্লিয়ারেন্স বাধ্যতামূলক নয়। এই চ্যানেলটি গত ১১ বছর ধরে চলছে। কখনওই জাতীয় নিরাপত্তা নিয়ে এই চ্যানেলটির বিরুদ্ধ কোনও প্রশ্ন ওঠেনি। হঠাৎ কেন এই প্রশ্ন উঠল, বোঝা যাচ্ছে না। তিনি বলেন, যে যুক্তিতে কেন্দ্রীয় সরকার চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দিয়েছে, তা মানতে হলে কোনও মিডিয়া চ্যানেলই নিরাপদে কাজ করতে পারবে না।
ওই চ্যানেলটি সম্পর্কে কেন্দ্রীয় সরকারের যাবতীয় ফাইল কেন প্রকাশ্যে আনা হচ্ছে না, কিংবা চ্যানেলকে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি চন্দ্রচূড়। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে বিচারপতি বলেন, ওই সংস্থাকে সবকিছু জানানো উচিত, যাতে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। এটি একটি নিউজ চ্যানেল। কেন্দ্র তাদের ব্যবসা করতে বাধা দিচ্ছে।
চ্যানেলের আইনজীবী দুষ্যন্ত দাভে চ্যানেলের পক্ষে আদালতে বলেন, “আমার লাইসেন্সটি ১০ বছরের জন্য ছিল। আমার প্রকৃত মেয়াদ শেষ হওয়ার ২ মাস পরেও আমাকে চ্যানেলটি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় । তারা আমাকে ২০১৯ সালে ৫ বছরের জন্য ডাউনলিংক করার অনুমতি দেয় “।
তিনি আরও দাবি করেন যে লাইসেন্স নবীকরণের জন্য নিরাপত্তা ছাড়পত্রের প্রয়োজন নেই। দাভে আরও উল্লেখ করেছেন যে, কীভাবে সরকার প্রাসঙ্গিক ফাইল তৈরি করেনি যা দাবি করা হয়েছিল যে চ্যানেলের বিরুদ্ধে প্রতিকূল ইনপুট রয়েছে।
“একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কীভাবে রেকর্ড তৈরি করতে অস্বীকার করতে পারে ? বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করতে পারে? শুধুমাত্র সংখ্যালঘুদের মালিকানাধীন বলেই এই চ্যানেলটি বন্ধ করা হচ্ছে।” দাবি দাভের।