ISL: ২ ঘন্টায় শেষ ফাইনালের টিকিট

- আপডেট : ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার আইএসএলের (ISL) ফাইনালে যুবভারতীতে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। এই ম্যাচের আয়োজক এফএসডিএল টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে। তারা দুটি ক্লাবকেই সমসংখ্যক টিকিট দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে অনলাইনে আইএসএলের (ISL) ফাইনাল ম্যাচের কিছু টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়। দু’ঘন্টার মধ্যে সেই সব টিকিট বিক্রি হয়ে যায়। এ দিকে ক্লাবের সদস্যদের কথা চিন্তা করে মোহনবাগান এফএসডিএলের থেকে টিকিট কিনে নিয়েছে। সদস্যদের টাকা দিয়ে সেই টিকিট কিনতে হবে।
অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই শেষ হয়ে যাওয়ার পরে সাধারন মোহনবাগান সমর্থকদের মধ্যে আইএসএলের (ISL) টিকিটের হাহাকার তৈরি হয়েছে। শনিবার ৬৪ হাজারের যুবভারতী যে পুরোটাই ভর্তি থাকবে সেই বিষয়ে নিশ্চিত এফএসডিএল।