ISL প্লে অফের দিনক্ষণ ঘোষণা

রিপোর্টার:
  • শেষ আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
দিনক্ষণ ঘোষণা ISL প্লে অফের সূচি

পুবের কলম ওয়েবডেস্ক: দিনক্ষণ ঘোষণা হল আইএসএল (ISL) প্লে অফ পর্বের। জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ২০২৪-২৫ আইএসএল মরশুম শেষ হতে চলেছে। শেষ পর্যন্ত আইএসএলের (ISL) প্রথম ছয়ের তালিকা দাঁড়ায় এরকম- মোহনবাগান (৫৬ পয়েন্ট), গোয়া (৪৮ পয়েন্ট), বেঙ্গালুরু এফসি (৩৮ পয়েন্ট), নর্থইস্ট ইউনাইটেড (৩৮ পয়েন্ট), জামশেদপুর এফসি (৩৮ পয়েন্ট), মুম্বই সিটি এফসি (৩৬ পয়েন্ট)।

প্রথম পর্বের সেমিফাইনাল ৩ এপ্রিল। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে মোহনবাগানের ম্যাচ ৭ এপ্রিল। আর ফাইনাল ১২ এপ্রিল।

আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের

একনজরে আইএসএল (ISL) প্লে অফের সূচি ও দিনক্ষণ

নকআউট  বেঙ্গালুরু বনাম মুম্বই, ২৯ মার্চ, বেঙ্গালুরু
নকআউট  নর্থইস্ট বনাম জামশেদপুর, মার্চ ৩০, শিলং

সেমিফাইনাল
২ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, প্রথম লেগ
৩ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, প্রথম লেগ

৬ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, দ্বিতীয় লেগ, গোয়া
৭ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, দ্বিতীয় লেগ, কলকাতা

ফাইনাল
১২ এপ্রিল, ২০২৫

সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা :৩০ থেকে

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder