BREAKING:
কেন্দ্রের প্রস্তাবিত Ration card এ রাজ্যের আপত্তি, কেন? মালদা ও মুর্শিদাবাদে নদীভাঙন রোধে মাস্টার প্ল্যান তৈরি করছে রাজ্য সরকার Voter Card-র সঙ্গে করতে হবে Aadhaar লিঙ্ক, বড় নির্দেশ নির্বাচন কমিশনের বিদ্যুৎ পরিষেবায় ৪১১৬ কোটি টাকার বরাদ্দ, অনুমোদন West Bengal Legislative Assembly নদী নালার কাছে বসবাসকারী মানুষের Cancer ঝুঁকি বেশি: ICMR অসম-ভুটান রেল সংযোগ, থিম্পুর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে তৎপর ভারত Jadavpur University ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির প্রস্তাব লালবাজারের ত্রিপলে ঢাকল সম্ভলের জামা মসজিদ, হোলি নিয়ে পদক্ষেপ যোগী প্রশাসনের ডানকুনির যানজট নিয়ে নবান্নে বৈঠক, কাজ চলবে আরও দু’মাস জানাল রাজ্য জুম্মা বন্ধ রেখে ঘরবন্দি থাকুন: হোলিতে মুসলিমদের নিদান পদ্ম বিধায়কের

দামেস্কে সেনা দফতরে হামলা ইসরাইলের

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

মস্কো: বিদ্রোহী যোদ্ধাদের ঝটিকা অভিযানের মুখে পালিয়ে গেছেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ। তার পতনের পর সিরিয়াতে এখন রাজনৈতিক অস্থিরতা। নতুন করে আবারও উঁকি দিচ্ছে গৃহযুদ্ধ। এতদিন যে রাশিয়া ঢাল হয়ে দাঁড়িয়েছিল দামেস্কের পাশে, তারাই এখন পাততাড়ি গোটাচ্ছে দেশ থেকে। বসে বসে পরিস্থিতি নজরে রাখছে আমেরিকা ও তুরস্ক। অন্যদিকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সিরিয়ার সামরিক শক্তি শেষ করে দিতে একের পর এক হামলা চালাচ্ছে যায়নবাদীরা। সিরিয়ার রাজধানী দামেস্কে সরাসরি হামলা চালিয়েছে ইসরাইল। সিরিয়ান আর্মির চতুর্থ ডিভিশনের হেডকোয়ার্টারে শনিবার হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাডার ব্যাটেলিয়ানে তীব্র হামলা চালিয়েছে তারা। ধ্বংস করেছে রাডার স্টেশন। শুক্রবার রাতে আসাদের শাসন থেকে মুক্তির জন্য সিরিয়ার নাগরিকদের উৎসব পালনের জমায়েতের কাছেও বোমা ফেলেছে ইসরাইলি যুদ্ধবিমান। এসব হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

Read More: শেষরক্ষা হল না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

সিরিয়া দখল করে বিদ্রোহীরা যখন বিজয় উদযাপনে ব্যস্ত, তখন দখলদার ইসরাইল গোটা গোলান মালভূমিসহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সিরিয়ায় হামলা বন্ধ করতে বলেছেন। কিন্তু তা উপেক্ষা করে রাত থেকেই হামলার তীব্রতা বাড়িয়ে দেয় ইসরাইলি সেনা। এবার সরাসরি নিশানা করা হয়েছে দামেস্ককে।

আসাদহীন সিরিয়ায় মঞ্চস্থ হচ্ছে মহানাটক। পশ্চিম এশিয়ার এই দেশটির ভবিষ্যৎই এখন বড় প্রশ্নের মুখে। ইসলামি স্টেট আবারও মাথাচাড়া দেওয়ার সম্ভাবনায় সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। প্রেসিডেন্টের পদ ছেড়ে গোপনে দেশ ছেড়ে বাশার আল-আসাদ রাশিয়াতে আশ্রয় নেওয়ার পর থেকেই বদলে যেতে শুরু করে সিরিয়ার ভূরাজনৈতিক চিত্র। সিরিয়া থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়া। সিরিয়া থেকে যুদ্ধবিমান ও রণতরি আগেই সরিয়ে নিয়ে গেছে রাশিয়া। এখন বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০সহ অন্যান্য সমরাস্ত্র সরিয়ে নিচ্ছে রাশিয়া। শুক্রবার দুটি ভারী রুশ সামরিক পরিবহন বিমান সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়াতে অবস্থিত খেমিমিম বিমান ঘাঁটিতে দেখা গেছে। যা ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহের চিত্রে। দৃশ্যমান হয়েছে সামরিক নড়াচড়া।

এরই ধারায় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় এক শহর থেকে রুশ বাহিনীর একটি বহরকে উপকূলীয় শহর লাতাকিয়ার তারতুস সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার সিনসার এলাকার দামেস্ক-হোমস হাইওয়েতে বেশ কিছু রুশ মিলিটারি কনভয় দেখা গেছে। রুশ বাহিনীর বহরটি উত্তরের দিকে যাচ্ছে। ওই কনভয়ে ট্যাংক, সাঁজোয়াযান ও অন্যান্য বাহন ছিল। এর আগে ওসব সমরাস্ত্র সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় ঘাঁটিতে ছিল।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder