সাইবার হামলা রুখতে ব্যর্থ ইসরাইল, বিকল বহু সাইট
ইমামা খাতুন
- আপডেট :
১৭ এপ্রিল ২০২৩, সোমবার
- / 9
পুবের কলম,ওয়েবডেস্ক: এতদিন ইরানসহ অন্যান্য ইসলামি দেশের সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়ে এসেছে ইসরাইলি হ্যাকাররা। পেগাসাস ম্যালওয়ারের মাধ্যমে বিশ্বের বহু মানুষের ব্যক্তিগত গোপন তথ্যকে ঝুঁকিতে ফেলেছে ইসরাইল। এবার ইসরাইল নিজেই হ্যাকিংয়ের শিকার হল। জানা গিয়েছে, ইসরাইলের কয়েকডজন ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা এ ঘটনা ঘটিয়েছে। পবিত্র রমযান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস হিসেবে পালন করে বিশ্বের বহু দেশ ও সংগঠন। নিপীড়িত ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরাইলের জুলুম-অত্যাচারের নিন্দা জানিয়ে এদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ আয়োজন করা হয়।
ইসরাইলি মিডিয়ার খবরে বলা হয়েছে, গত ২ দিনে হ্যাকাররা অন্তত ৬০টি ইসরাইলি ওয়েবসাইট হ্যাক করেছে। নজিরবিহীন এ সাইবার হামলায় বিপর্যস্ত হয়েছে ইসরাইলি প্রতিষ্ঠানগুলো। ইসরাইলের বেশ কয়েকটি ব্যাঙ্কের ওয়েবসাইটে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি রাইড শেয়ারিং সার্ভিস ইয়াঙ্গো এবং কলেজ অব ল অ্যান্ড বিজনেসের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটও হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকাররা এবার যে কৌশল অবলম্বন করেছে তা বিগত বছরগুলোর তুলনায় যথেষ্ট উন্নত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিছু ইসরাইলি ওয়েবসাইটে যায়নবাদ-বিরোধী স্লোগান তুলে ধরেছে হ্যাকাররা।