০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি হামলায় লেবাননে নিহত হামাসের কমান্ডার

ইমামা খাতুন
  • আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
  • / 11

পুবের কলম, আন্তর্জাতিক ডেস্ক: হামাসের কমান্ডারকে তার পুত্র ও কন্যাসহ হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোররাতে লেবাননের বন্দরনগরী সিডনের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

 

নিহত ওই হামাস কমান্ডারের নাম হাসান ফারহাত। লেবাননের সংবাদমাধ্যম কুদস নিউজ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন হাসান। শুক্রবার ভোররাতে সেখানে হামলা চালায় ইসরাইল। হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন।

 

ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলেছে, ওই হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, এই হামলা করে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করেছে তেল আবিব। উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। দু পক্ষে বছরখানেক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরাইল। তবে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে সম্প্রতি আবার হামলা শুরু করেছে ইসরাইল। তাদের অভিযোগ, লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশে হিজবুল্লাহ দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য, ক্ষেপণাস্ত্র হামলায় কোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হিজবুল্লাহ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি হামলায় লেবাননে নিহত হামাসের কমান্ডার

আপডেট : ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার

পুবের কলম, আন্তর্জাতিক ডেস্ক: হামাসের কমান্ডারকে তার পুত্র ও কন্যাসহ হত্যা করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোররাতে লেবাননের বন্দরনগরী সিডনের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

 

নিহত ওই হামাস কমান্ডারের নাম হাসান ফারহাত। লেবাননের সংবাদমাধ্যম কুদস নিউজ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন হাসান। শুক্রবার ভোররাতে সেখানে হামলা চালায় ইসরাইল। হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন।

 

ইসরাইলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলেছে, ওই হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেছেন, এই হামলা করে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করেছে তেল আবিব। উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। দু পক্ষে বছরখানেক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্রের সমর্থনে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে ইসরাইল। তবে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে সম্প্রতি আবার হামলা শুরু করেছে ইসরাইল। তাদের অভিযোগ, লেবানন থেকে ইসরায়েলের উদ্দেশে হিজবুল্লাহ দুবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য, ক্ষেপণাস্ত্র হামলায় কোনও ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে হিজবুল্লাহ।