১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পশ্চিম তীরে বেআইনি দেওয়াল নির্মাণের পরিকল্পনা ইসরাইলের

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়ার পরিবর্তে এবার কংক্রিটের দেওয়াল নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। এরই মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির অনুমোদন দিয়েছেন বলেও জানা গেছে। ফিলিস্তিনের দাবি, পশ্চিম তীরকে চিরতরে দখলে নিতেই এমন পরিকল্পনা করছে তেল আবিব। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ১৪ নভেম্বর দেওয়াল তোলার বিষয়টিতে অনুমোদন করেন। আগামী মাসেই এ নির্মাণকাজ শুরু হতে পারে। ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা বরাবর এই দেওয়াল নির্মাণ করা হবে। যদিও ২০০৪ সালে আন্তর্জাতিক আদালত এ ধরনের দেওয়াল নির্মাণকে ‘সম্পূর্ণ অবৈধ বলে রায় দেয়। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এ সীমান্ত প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য পশ্চিম তীরের জন্য নতুন সীমানা নির্ধারণ করা। এর মধ্য দিয়ে পশ্চিম তীরের প্রায় সাড়ে ১২ শতাংশ জমি কেড়ে নেওয়া হতে পারে। মূলত ভূমি দখল এবং পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই তেল আবিব নতুন করে এ দেওয়াল তৈরির পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠছে। যদিও এ বিষয়ে তেল আবিব নীরব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পশ্চিম তীরে বেআইনি দেওয়াল নির্মাণের পরিকল্পনা ইসরাইলের

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে প্রায় ১০০ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়ার পরিবর্তে এবার কংক্রিটের দেওয়াল নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। এরই মধ্যে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বিষয়টির অনুমোদন দিয়েছেন বলেও জানা গেছে। ফিলিস্তিনের দাবি, পশ্চিম তীরকে চিরতরে দখলে নিতেই এমন পরিকল্পনা করছে তেল আবিব। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ ১৪ নভেম্বর দেওয়াল তোলার বিষয়টিতে অনুমোদন করেন। আগামী মাসেই এ নির্মাণকাজ শুরু হতে পারে। ১৯৬৭ সালে নির্ধারিত সীমানা বরাবর এই দেওয়াল নির্মাণ করা হবে। যদিও ২০০৪ সালে আন্তর্জাতিক আদালত এ ধরনের দেওয়াল নির্মাণকে ‘সম্পূর্ণ অবৈধ বলে রায় দেয়। বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ এ সীমান্ত প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য পশ্চিম তীরের জন্য নতুন সীমানা নির্ধারণ করা। এর মধ্য দিয়ে পশ্চিম তীরের প্রায় সাড়ে ১২ শতাংশ জমি কেড়ে নেওয়া হতে পারে। মূলত ভূমি দখল এবং পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যেই তেল আবিব নতুন করে এ দেওয়াল তৈরির পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠছে। যদিও এ বিষয়ে তেল আবিব নীরব।