১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্র সমর্পণের শর্ত ইসরাইলের, প্রত্যাখ্যান হামাসের

সুস্মিতা
  • আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 27

তেল আবিব: হামাস ও ইসলামিক জিহাদ অস্ত্র সমর্পণ করলে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরাইল। মঙ্গলবার এ কথা বলেন দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুসালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে গিডিয়ন সা’র জানান, ‘যুদ্ধবিরতির পূর্ব শর্ত হল হামাসকে আমাদের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে।’
স্বাভাবিকভাবেই ইসরাইলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। দলের নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ‘রেড লাইন’। এবং তারা এতে কখনও রাজি হবেন না। তিনি বলেন, ‘প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনও ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র সমর্পণের শর্ত হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেডলাইন।’ ২০০৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর ওই অঞ্চলটি তারাই শাসন করে আসছে। সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থ হয় তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ। ওই সময় ইসরাইল থেকে ২৫০ জিম্মিকে ধরে নিয়ে আসে তারা। এরপর ওইদিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। টানা ১৫ মাস চলা হামলায় গাজায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ত্র সমর্পণের শর্ত ইসরাইলের, প্রত্যাখ্যান হামাসের

আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার

তেল আবিব: হামাস ও ইসলামিক জিহাদ অস্ত্র সমর্পণ করলে গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরাইল। মঙ্গলবার এ কথা বলেন দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র। জেরুসালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে গিডিয়ন সা’র জানান, ‘যুদ্ধবিরতির পূর্ব শর্ত হল হামাসকে আমাদের সব জিম্মিকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে এবং সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে অস্ত্র ফেলে দিতে হবে।’
স্বাভাবিকভাবেই ইসরাইলের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। দলের নেতা সামি আবু জুহরি জানিয়েছেন, অস্ত্র সমর্পণ তাদের ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য ‘রেড লাইন’। এবং তারা এতে কখনও রাজি হবেন না। তিনি বলেন, ‘প্রতিরোধ বাহিনীর অস্ত্র নিয়ে কোনও ধরনের কথা বলা বোকামি। প্রতিরোধের অস্ত্র সমর্পণের শর্ত হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য রেডলাইন।’ ২০০৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর ওই অঞ্চলটি তারাই শাসন করে আসছে। সঙ্গে শক্তিশালী সেনাবাহিনীও গঠন করতে সমর্থ হয় তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় হামাস ও ইসলামিক জিহাদ। ওই সময় ইসরাইল থেকে ২৫০ জিম্মিকে ধরে নিয়ে আসে তারা। এরপর ওইদিন থেকেই গাজায় নির্বিচার ও বর্বর হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। টানা ১৫ মাস চলা হামলায় গাজায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।