ভারতীয় দূতাবাসে ইসলামি আন্দোলনের স্মারকলিপি প্রদান

- আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ নবী মুহাম্মদ সা.-কে নিয়ে বিজেপির দুই মুখপাত্রের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ এখনও চলছে। তবে কূটনৈতিক সম্পর্কের কথা ভেবে এখনও মুখ খোলেনি বাংলাদেশ। কিন্তু সেদেশেও যে এ নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে, তা স্পষ্ট করে দিয়ে ঢাকার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি প্রদান করল ইসলামি আন্দোলন। নবী সা. সম্পর্কে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদুজ্জামান বলেন, ‘ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল আমার কার্যালয়ে এসে স্মারকলিপি দেয়। পরে আমরা সেটি ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করি।’ পূর্ব ঘোষণা অনুযায়ী, ভারতীয় দূতাবাসে গণমিছিল ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হয় দলটির নেতা-কর্মীরা। সেখানে মিছিল নিয়ে বের হওয়ার আগে সমাবেশ করে দলটি। পরে সংগঠনটির পাঁচ সদস্যদের একটি প্রতিনিধিদল ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হয়।