‘মণিপুরে নাক না গলালেই ভাল’, হিমন্তকে কটাক্ষ চিদম্বরমের

- আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে মণিপুরে পরিস্থিতির উন্নতি হবে। সেই প্রসঙ্গে এবার হিমন্ত বিশ্ব শর্মাকে তোপ দাগলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। অসমের মুখ্যমন্ত্রী মণিপুরে না নাক গলালে তা ভাল হবে বলে মন্তব্য করেন তিনি। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই মন্তব্য করেছেন দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী।
পি চিদম্বরম টুইটারে এদিন লিখেছেন, ‘অসমের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে মণিপুরে শান্তি ফিরে আসবে। তবে তা সহজ হবে যদি অসমের মুখ্যমন্ত্রী মণিপুরে সংঘাতে নাক না গলান এবং দূরে থাকেন।’ একইসঙ্গে তিনি বলেন, ‘যদি বীরেন সিং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এবং কয়েক মাসের জন্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় তাতেও মনিপুরে শান্তি স্থাপনের বিষয়টি সহজ হবে ।’ গত ৩ মে থেকে শুরু হওয়া জাতিদাঙ্গার ফলে মণিপুরে এখনও পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। উত্তর পূর্বের পাহাড়ি এই রাজ্যে কুকি ও মেইতেই জনজাতির মধ্যে সংঘর্ষের ফলে অশান্তির ঘটনা এখনও ঘটে চলেছে।