বাংলা থেকেই বলা শুরু হবে ভাগ বিজেপি ভাগ: ফিরহাদ

- আপডেট : ২১ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: বিজেপি বিভাজনের রাজনীতি করে। তারা মমতাকে উৎখাত করতে চেয়েছিল কিন্তু পারেনি। মানুষ ফের তৃণমূলকে ক্ষমতায় এনেছে। মমতাকে ভাগাতে চেয়েছিল বিজেপি, উলটে মানুষই তাঁদের বলেছে ভাগ মোদি, ভাগ অমিত শাহ, ভাগ শুভেন্দু।
বৃহস্পতিবার এভাবেই বক্তব্য পেশ করলেন রাজ্যের আবাসন ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন তিনি বলেন,এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিল বিজেপি-‘ভাগ মমতা ভাগ।’ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে মমতা ছিল, মমতা আছে, মমতা থাকবে। বাংলার মানুষ বলেছে, ভাগ মোদি ভাগ। ভাগ অমিত শাহ ভাগ। ভাগ শুভেন্দু ভাগ।
তিনি আরও বলেন, ২০২৪ সারা বাংলা থেকে বলা শুরু হবে ‘ভাগ বিজেপি ভাগ।’ বিজেপি অনেক রকম সেন্টিমেন্ট নিয়ে খেল দেখাচ্ছে। বলছে আদিবাসী রাষ্ট্রপতি করেছি। আমি বললাম পরিবারের একজনকে পায়েস দিচ্ছে আর বাকিরা না খেয়ে মরছে, এতে পরিবারের উপকার হয় না। আদিবাসী উন্নয়ন দেখতে হলে বাংলা এসো। জঙ্গলমহলের উন্নয়ন দেখিয়ে দিয়েছি আদিবাসী উন্নয়ন কাকে বলে। যাতে আমরা সগর্বে বলতে পারি। সকল দেশের রানি সে যে আমার বঙ্গভূমি।