স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিরঙ্গার রঙে আলোক সজ্জায় সজ্জিত আইটিসি রয়্যাল বেঙ্গল

- আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: আজাদি কা অমৃত মহোৎসব, উপলক্ষ্যে ৭৫ তম বর্ষের স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি শুরু। গোটা দেশজুড়ে উন্মাদনা। দিল্লির লাল কেল্লায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিল্লিতে প্রায় ১০ হাজার পুলিশের নজরদারিতে চলেছে কড়া প্রহরা। রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় ভবন গুলি ত্রিরঙ্গার রঙে সাজিয়ে তোলা হয়েছে। বাদ থাকল না আইটিসি রয়্যাল বেঙ্গল।
স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব’-এ এবার ৫ থেকে ১৫ অগস্ট পর্যন্ত দেশের সমস্ত স্মৃতিস্তম্ভ এবং মিউজিয়ামে প্রবেশ করা যাবে বিনামূল্যে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করার জন্য ‘আজাদি কা মহোৎসব:’ অনুষ্ঠানের মাধ্যমে নানান কর্মসূচি গ্রহণ করেছে। এটা তারই একটা অঙ্গ।