এক বছর পর চিনে ফিরলেন জ্যাক মা

- আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম,ওয়েবডেস্ক:দীর্ঘদিন ধরেই জনসমক্ষে দেখা যাচ্ছিল না আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে। আলিবাবার মালিকানাধীন হংকং-এর সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার তিনি দেশটির দক্ষিণাঞ্চলের হাংঝোউ শহরে একটি বিদ্যালয় পরিদর্শন করেন। ২০১৭ সালে আলিবাবার অর্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল।
এই বিদ্যালয় পরিদর্শনের সময় ধনকুবের জ্যাক মা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাব্যবস্থা ও চ্যাটজিপিটি প্রযুক্তি নিয়ে কথা বলেন। হংকংয়ে তিনি তাঁর বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চিত্রকর্মের একটি প্রদর্শনীও ঘুরে দেখেছেন। চিত্রকলা ও শিল্পকর্মের বিষয়ে জ্যাক মার গভীর আগ্রহ রয়েছে।
জ্যাক মা ২০১৯ সালে তাঁর ৫৫তম জন্মদিনে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে অবসর নেন। এরপর তিনি বিশ্বের বিভিন্ন দেশের কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে ভ্রমণ শুরু করেন। তবে তার ভ্রমণপথ চিনা কর্তৃপক্ষ অনুসরণ করে থাকে। আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পর জ্যাক মা বলেছিলেন, তিনি অবসরের দিনগুলো জনকল্যাণমূলক, গ্রামীণ শিক্ষা এবং চিনের গ্রামীণ সেক্টরকে পুনরুজ্জীবিত করার কাজে লাগাতে চান।