পুবের কলম প্রতিবেদক: গুজব ছড়াবেন না। অবসর সংক্রান্ত গুজব ওড়ালেন জাদেজা। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের সঙ্গে সঙ্গে সবার লক্ষ্য ছিল, ম্যাচের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন কি না, সেই দিকে। সমস্ত জল্পনাকে উড়িয়ে রোহিত জানিয়ে দেন, তিনি ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন। নজর ছিল আর এক জনের দিকেও। তিনি- রবীন্দ্র জাদেজা। যিনি গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পরে বিরাট, রোহিতের সঙ্গেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেন। আর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ২৪ ঘন্টা পরে ওয়ানডেতেও রোহিতের পথই অনুসরণ করলেন এই অলরাউন্ডার।
আরও পড়ুন: মক্কার মসজিদুল হারামে এআই রোবট
সোমবার সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘অপ্রয়োজনীয় গুজব দরকার নেই। ধন্যবাদ।’ বোঝাই যাচ্ছে, এই পোস্টের মাধ্যমে অল রাউন্ডার জানিয়ে দিলেন, ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন। রবিবার ফাইনালে জাদেজার ১০ ওভার শেষ হওয়ার পরে তাঁকে এসে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। তখন মনে করা হচ্ছিল, এই ম্যাচের পরে তিনি হয়তো ওয়ানডে থেকে অবসর নেবেন। তবে সোমবার সেই জল্পনাকে থামিয়ে দিলেন অল রাউন্ডার।