BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নিয়ে রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে। বৃহস্পতিবারের মেগা বৈঠকের আগেই রবিবার একান্ত আলোচনায় মমতা-অভিষেক বিরাট মরুদ্যানে ভারত উদয় গাজায় আর কতজন জিম্মি আছেন? সাংসদ রকিবুল হোসেনের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অসম রাজ্যিক জমিয়ত উলামা মহারাষ্ট্রে রমযান মাসে সরকারি কর্মীদের ১ ঘন্টা আগে ছুটি দেওয়ার দাবি মুম্বইয়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হিজাব খুলতে বাধ্য করার অভিযোগ হিন্দি ভাষা চাপানো নিয়ে তপ্ত হচ্ছে তামিলনাড়ু সউদিতে মৃত্যু মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা খলিমুদ্দিন শেখের, দেড় মাস পর বাড়িতে ফিরল লাশ ইএম বাইপাসকে নির্বিঘ্নে সচল রাখতে নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি: বিচ্ছিন্নতাবাদী যোগে তিহার জেলে বন্দি জম্মু-কাশ্মীরের সাংসদ আধুল রাশিদ শেখ তথা রাশিদ ইঞ্জিনিয়ারের দুদিনের জন্যে প্যারোল মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। সোমবার দিল্লি হাইকোর্টের এই নির্দেশের ফলে সংসদের চলতি অধিবেশনে যোগ দিতে পারবেন তিনি। আদালত সূত্রের খবর, আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাশিদ। তবে তাঁকে সংসদে যাতায়াত করতে পারবেন সশস্ত্র পুলিশি প্রহরায়।

আরও পড়ুনঃ বাঘকে জঙ্গলে ফেরাতে গিয়ে বিপত্তি, বাঘের কামড়ে গুরুতর আহত অস্থায়ী বনকর্মী

এদিন দুদিনের এই প্যারোল মঞ্জুর করার পাশাপাশি দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্যারোলে থাকাকালীন দুটি শর্ত মানতে হবে রাশিদকে। এই দুই শর্ত হল মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না রাশিদ এবং সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতেও পারবেন না। উল্লেখ্য, জম্মুকাশ্মীরের বারামুল্লার সাংসদ রাশিদ ইঞ্জিনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক সহায়তা করার ঘটনায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেলবন্দি।

২০১৯ সালে গ্রেফতার করা হয় রাশিদকে। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর তরফে এদিন দিল্লি হাইকোর্টে মামলা লড়েন আইনজীবী সিদ্ধার্থ লুথরা এবং আইনজীবী এ মালিক। আদালতকে ওঁরা জানান, সংসদের অধিবেশনে রাশিদের যোগদান করার অধিকার নেই।

কী কারণে সংসদের অধিবেশনে যোগ দিতে চান, সেসম্পর্কে সুনির্দিষ্ট কোনও কারণ দর্শাতে পারেননি রাশিদ। অন্যদিকে, রাশিদের হয়ে মামলা লড়েন এন হরিহরণ এবং ভি ওবেরয়। রাশিদের আইনজীবী আদালতে পাল্টা জানান, জম্মুকাশ্মীরের সাংসদ হিসেবে রাশিদকে অধিবেশনে যোগ দিতে দেওয়া উচিত। কারণ জম্মুকাশ্মীরের ভাগে কেন্দ্রীয় বাজেট বরাদ্দে ব্যাপক কাটছাঁট করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder