পুলিশকে সঙ্গে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব যায়নবাদীদের

- আপডেট : ৬ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: পুলিশি নিরাপত্তায় অধিকৃত পূর্ব জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি উগ্রবাদীরা। আল-আকসা পরিচালনাকারী সংস্থা ইসলামিক ওয়াকফ জানিয়েছে, মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত আল-আকসা প্রাঙ্গণে রবিবার উগ্র জাতীয়তাবাদী ও যায়নবাদের সমর্থকরা প্রবেশ করেন। তারা সেখানে প্রার্থনাও করেন। বর্তমান চুক্তি অনুযায়ী, আল-আকসায় কেবলমাত্র মুসলিমরাই প্রার্থনা করতে পারবেন। ইহুদিরা পবিত্র এই স্থান পরিদর্শন করার অনুমতি পেলেও তাদেরকে প্রার্থনা করার অধিকার দেওয়া হয়নি। আল-আকসা প্রাঙ্গণটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইসরাইলি চরমপন্থীরা নিয়মিতভাবে আল-আকসা প্রাঙ্গণে তাণ্ডব চালিয়ে আসছে। দীর্ঘদিন ধরেই এই স্থানে একটি ইহুদি মন্দির স্থাপনের স্বপ্নে বিভোর তারা। গত মাসে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করলে ফিলিস্তিনসহ বিশ্বজুড়ে মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফিলিস্তিনের বিদেশমন্ত্রক ওই স্থানে তার উপস্থিতিকে গুরুতর হুমকি বলে অভিহিত করেছে। এদিকে কাতার, সউদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহীও ইহুদি মন্ত্রীর ওই পদক্ষেপের নিন্দা করেছে। উল্লেখ্য, ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে পূর্ব জেরুসালেম দখল করে নেয় ইসরাইল। ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা উপেক্ষা করে পবিত্র এই শহরটিকে ভূখণ্ডে সংযুক্ত করে নেয় ইসরাইল। এদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুসালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসাবে বিবেচনা করে থাকেন। বর্তমানে জেরুসালেম ও ওয়েস্ট ব্যাঙ্কে ইহুদি বসতি স্থাপন ও গাজায় ইসরাইলের বিমান হামলা নিয়ে দুই দেশের উত্তেজনা তুঙ্গে উঠেছে।