মুম্বই, ১৬ ফেব্রুয়ারিঃ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে জায়গা হয়নি ভারতের তরুন ওপেনার যশস্বী জয়সওয়ালের। তিনি ছিলেন রির্জাভ দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ার পরে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার সিদ্ধান্ত নেন যশস্বী। কিন্তু গোড়ালিতে চোটের কারনে মুম্বই-বিদর্ভ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি। মুম্বইয়ের হয়ে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান যশস্বী।
চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে যশস্বীর সুস্থ হয়ে ওঠার সম্ভবনা নেই। ফলে দলের দরকার হলেও দুবাইয়ে যাওয়া হবে না এই তরুণ তুর্কীর। আপাতত যশস্বীকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মাস খানেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে যশস্বীকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। ফলে টিম ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে এবং তখন যদি যশস্বীকে দরকার হয়, তাহলেও তাঁকে পাওয়া যাবে না।