শ্রীনগর, ২৪ ফেব্রুয়ারিঃ জামাত-ই-ইসলামি নিষিদ্ধ হওয়ার পর জামাত থেকে বেরিয়ে এসে একাংশ নতুন রাজনৈতিক দল তৈরি করছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ইউএপিএ আইনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জামাত-ই-ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে ২০২৪ সালে জামাত-ই-ইসলামি জম্মু কাশ্মীরের নির্বাচনে অংশগ্রহণ করেছিল। বিরাট নির্বাচনী সমাবেশের ডাক দিয়েছিল দক্ষিণ কাশ্মীরের কুলগামেও। এরপর জামাত নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত হয়।
গত রবিবার জামাত নেতা-কর্মীদের একাংশ নতুন দল গঠনের খবর ঘোষণা করেছে। সূত্রের খবর, নতুন রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট ফ্রন্ট বা জেডিএফ। উল্লেখ্য, জামাত-ই-ইসলামি একটি সামাজিক ও ধর্মীয় সংগঠন।
রবিবার আহমেদ থোকার নতুন ফ্রন্ট তৈরির কথা ঘোষণা করেছেন। সূত্রের খবর, জেডিএফের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনের সহ-সভাপতি হিসেবে থাকছেন আবদুল রহমান সাল্লা, এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন এস আহমেদ রেসি। তবে জামাতের কোনও নেতা নতুন রাজনৈতিক দলে শীর্ষ পদাধিকারী হিসেবে থাকছেন না।