০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশের নিন্দায় জমিয়তে উলামা-ই হিন্দ

ইমামা খাতুন
  • আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 36

আবদুল বারি মাসুদ: সংসদে পেশ করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় জামিয়তে উলামা-ই-হিন্দ (এম) এর সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত বিলটি অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের স্পষ্ট উল্লঙ্ঘন। তিনি বিল নিয়ে বলেন, সরকার কেবলমাত্র তার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণতান্ত্রিক নীতি এবং যথাযথ প্রক্রিয়া উপেক্ষা করে এটা করছে। এই পদ্ধতি সংখ্যাগরিষ্টের মানসিকতারই প্রতিফলন যা সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুন্ন করে এবং ন্যায়বিচার ও সাম্যের মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।

মাওলানা মাদানির মতে, সংখ্যালঘুদের অধিকার কমানোর সুস্পষ্ট অভিপ্রায় নিয়েই বিলটি জোর করে পেশ করা হয়েছে। বিল ফ্রেমিংয়ের পেছনের মুসলিম সম্প্রদায়ের প্রতি গভীর কুসংস্কারযুক্ত মনোভাবকেই প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি। মাওলানা মাদানি বলেন, আমরা বিদ্যমান আইনের গঠনমূলক উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে প্রস্তাবিত বিল সত্যিকারের উদ্বেগগুলির সমাধানের পরিবর্তে কেবল চলমান চ্যালেঞ্জগুলিকে আরও বাড়িয়ে তুলবে এবং ওয়াকফ নিয়ে জটিলতা তৈরি করবে।

মাওলানা মাদানি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে আমি বিলটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। ওয়াকফ সংশোধনী বিল যে কোনওভাবে অগ্রহণযোগ্য এবং আমরা প্রতিটি স্তরে এর বিরোধিতা করব। তাঁর শপথ, এই অবিচারের বিরুদ্ধে আইনি ও শান্তিপূর্ণ উপায়ে লড়াই জারি থাকবে। সংখ্যালঘু অধিকারের উপর এ জাতীয় আক্রমণে তিনি চুপ করে থাকবেন না বলেও জানান মাওলানা মাহমুদ আসাদ মাদানি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশের নিন্দায় জমিয়তে উলামা-ই হিন্দ

আপডেট : ২ এপ্রিল ২০২৫, বুধবার

আবদুল বারি মাসুদ: সংসদে পেশ করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় জামিয়তে উলামা-ই-হিন্দ (এম) এর সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি সরকারের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত বিলটি অসাংবিধানিক এবং মৌলিক অধিকারের স্পষ্ট উল্লঙ্ঘন। তিনি বিল নিয়ে বলেন, সরকার কেবলমাত্র তার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গণতান্ত্রিক নীতি এবং যথাযথ প্রক্রিয়া উপেক্ষা করে এটা করছে। এই পদ্ধতি সংখ্যাগরিষ্টের মানসিকতারই প্রতিফলন যা সংখ্যালঘুদের অধিকারকে ক্ষুন্ন করে এবং ন্যায়বিচার ও সাম্যের মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।

মাওলানা মাদানির মতে, সংখ্যালঘুদের অধিকার কমানোর সুস্পষ্ট অভিপ্রায় নিয়েই বিলটি জোর করে পেশ করা হয়েছে। বিল ফ্রেমিংয়ের পেছনের মুসলিম সম্প্রদায়ের প্রতি গভীর কুসংস্কারযুক্ত মনোভাবকেই প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি। মাওলানা মাদানি বলেন, আমরা বিদ্যমান আইনের গঠনমূলক উন্নতির জন্য ধারাবাহিকভাবে পরামর্শ দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে প্রস্তাবিত বিল সত্যিকারের উদ্বেগগুলির সমাধানের পরিবর্তে কেবল চলমান চ্যালেঞ্জগুলিকে আরও বাড়িয়ে তুলবে এবং ওয়াকফ নিয়ে জটিলতা তৈরি করবে।

মাওলানা মাদানি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে আমি বিলটি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। ওয়াকফ সংশোধনী বিল যে কোনওভাবে অগ্রহণযোগ্য এবং আমরা প্রতিটি স্তরে এর বিরোধিতা করব। তাঁর শপথ, এই অবিচারের বিরুদ্ধে আইনি ও শান্তিপূর্ণ উপায়ে লড়াই জারি থাকবে। সংখ্যালঘু অধিকারের উপর এ জাতীয় আক্রমণে তিনি চুপ করে থাকবেন না বলেও জানান মাওলানা মাহমুদ আসাদ মাদানি।