লোকসভায় হাঙ্গামার মাঝে জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ

- আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক: টানা ৬ দিন মুলতুবি দেখার পর বাজেট অধিবেশনের সপ্তম দিনে পাশ করা হল জম্মু ও কাশ্মীরের বাজেট। মঙ্গলবারও প্রথমার্ধে হাঙ্গামার জেরে মুলতুবি হয় লোকসভা। মুলতবি হওয়ার পর মঙ্গলবার দুপুর ২টোয় হাউসের কার্যবিবরণী নতুন করে শুরু হওয়ার পর বাজেট পেশ হয়। কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের উন্নয়ন খাতে মোট ১.১১৮ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। আদানি কাণ্ডে জেপিসি দাবির মাঝেই বিজেপির যুগল কিশোর শর্মাকে ভূস্বর্গের বাজেটের উপর আলোচনা শুরু করার জন্য আহ্বান জানানো হয়। যুগল কিশোরের এক মিনিটের বক্তিতার পর বাজেট পাশ করা হয়।
অন্যদিকে, লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা ছয় মাস বাড়ানো ও ১০০০ টাকার ফি মুকুব করার আবেদন জানিয়েছেন।