বিহারে জেডিইউ নেতাকে গুলি করে খুন, ‘কোন অপরাধ নেই’ দাবি পদ্ম নেতার

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 20
পাটনা: জেডিইউ নেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতিরা। মৃতের নাম কৌশল সিং (৫০)। ঘটনাটি ঘটেছে বিহারের খাগরিয়া জেলায়। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন জেডিইউ নেতা কৌশল। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। চৌথাম থানার সীমানায় কাইথি টোলার কাছে জেডিইউ নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে একদল দুষ্কৃতি। রাস্তায় লুটিয়ে পড়েন কৌশল। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় তারা। চিকিৎসকরা জেডিইউ নেতাকে মৃত বলে ঘোষণা করে। যদিও তাঁর স্ত্রী বেঁচে গিয়েছেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন জেডিইউ দলের সঙ্গে যুক্ত কৌশল সিং। পঞ্চায়েত সমিতির সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের স্ত্রী। পুলিশকে তিনি জানিয়েছেন, গুদাম ঘর বন্ধ করে বাড়ি ফেরার সময় একটি বাইকে করে কয়েকজন দুষ্কৃতি তাদের ফলো করছিল। তারপর রাস্তা আটকে স্বামীকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশ সূত্রে খবর, বিহারের খাগরিয়া জেলায় অজ্ঞাত পরিচিত দুষ্কৃতিরা খুব কাছ থেকে গুলি করে জেডিইউ নেতাকে খুন করেছে। খুন করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। তিনি বিধায়ক পান্না লাল সিং প্যাটেলের ভাতিজা। জেলা পুলিশ সুপার রাকেশ কুমার জানিয়েছেন, “অভিযুক্তদেরদ্রুত গ্রেফতার করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। নিহতের স্ত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে।” পারিবারিক বিবাদের জেরে এই খুন দাবি করেছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা সম্রাট চৌধুরী। তাঁর বক্তব্য, “পারিবারিক বিবাদের জেরে এই খুন। এতে কোন অপরাধ নেই।”