২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

JEE Main 2025: রাজ্যের দুই মেধাবীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সুস্মিতা
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 20

পুবের কলম ওয়েবডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2025) পরীক্ষা, ২০২৫-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা মেধাবীদের তালিকায় নাম তুলেছেন রাজ্যের দুই ছাত্রছাত্রী, দেবদত্তা মাঝি ও অর্চিষ্মান নন্দী। তাঁদের এই অসাধারণ সাফল্যে গর্বিত রাজ্যবাসী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘‘এই সাফল্য আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মানকেই তুলে ধরে।’’ দুই মেধাবীই ২০২৩ সালের মাধ্যমিক তথা দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছিলেন। তাদের এই ধারাবাহিক কৃতিত্ব শুধু তাদের মেধারই নিদর্শন নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরেও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলেই মনে করছেন শিক্ষামহল।

আরও পড়ুন: জেইই মেইনের ফলে ১০০ পেয়ে তালিকার শীর্ষে বাংলার অর্চিষ্মান এবং দেবদত্তা

গত বছরের ১ জুন, ২০২৪-এ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে দেবদত্তা ও অর্চিষ্মানকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী নিজে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দেবদত্তা মাঝি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রী এবং উচ্চ মাধ্যমিক স্তরেও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে। মুখ্যমন্ত্রী আরও জানান, দেবদত্তা রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ২০২২ সালে প্রথম স্থান অর্জন করেছিলেন। একাধারে বোর্ড পরীক্ষা, অলিম্পিয়াড ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য রাজ্যের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রেও আশাব্যঞ্জক বার্তা নিয়ে আসছে।
এই দুই ছাত্রছাত্রীর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2025) পরীক্ষায় সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।’’ মুখ্যমন্ত্রীর বার্তা রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সাফল্য রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

JEE Main 2025: রাজ্যের দুই মেধাবীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2025) পরীক্ষা, ২০২৫-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা মেধাবীদের তালিকায় নাম তুলেছেন রাজ্যের দুই ছাত্রছাত্রী, দেবদত্তা মাঝি ও অর্চিষ্মান নন্দী। তাঁদের এই অসাধারণ সাফল্যে গর্বিত রাজ্যবাসী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘‘এই সাফল্য আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মানকেই তুলে ধরে।’’ দুই মেধাবীই ২০২৩ সালের মাধ্যমিক তথা দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছিলেন। তাদের এই ধারাবাহিক কৃতিত্ব শুধু তাদের মেধারই নিদর্শন নয়, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরেও এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি বলেই মনে করছেন শিক্ষামহল।

আরও পড়ুন: জেইই মেইনের ফলে ১০০ পেয়ে তালিকার শীর্ষে বাংলার অর্চিষ্মান এবং দেবদত্তা

গত বছরের ১ জুন, ২০২৪-এ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে দেবদত্তা ও অর্চিষ্মানকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী নিজে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, দেবদত্তা মাঝি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রী এবং উচ্চ মাধ্যমিক স্তরেও তিনি পড়াশোনা চালিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে। মুখ্যমন্ত্রী আরও জানান, দেবদত্তা রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ২০২২ সালে প্রথম স্থান অর্জন করেছিলেন। একাধারে বোর্ড পরীক্ষা, অলিম্পিয়াড ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য রাজ্যের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রেও আশাব্যঞ্জক বার্তা নিয়ে আসছে।
এই দুই ছাত্রছাত্রীর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (JEE Main 2025) পরীক্ষায় সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাজ্য সরকার আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।’’ মুখ্যমন্ত্রীর বার্তা রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সাফল্য রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্দীপনা সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।