ঝিলাম নদীর জল ছাড়ল ভারত
Jhelum Water Release: বন্যা পরিস্থিতি পাকিস্তানে

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
- / 45
Jhelum Water Release: ভারতের দিকে আঙুল তুলছে পাকিস্তান
পুবের কলম,ওয়েবডেস্ক: বন্যা পরিস্থিতি পাকিস্তানে (Jhelum Water Release)। হঠাৎ করে ঝিলম নদীর জল ছেড়ে বিপাকে পাক সরকার। pahalgam terror attack -হামলার প্রতিশোধ হিসবে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা জানিয়ে পাকিস্তানকে জব্দ করার বার্তা দিয়েছে ভারত। আর সেই আবহেই বন্যা পরিস্থিতির উপক্রম হওয়ার জন্য ভারতের দিকে আঙুল তুলল পাকিস্তান। তাদের অভিযোগ, কিছু না জানিয়েই ঝিলম নদীর জল ছেড়ে দিয়েছে ভারত।
Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা : মধ্যস্থতার প্রস্তাব ইরান- সউদির
বলা বাহুল্য, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের জল ছেড়েছে ভারত (Jhelum Water Release)। যার ফলে বন্যা সৃষ্টি হয়েছে সেদেশে। ইতিমধ্যেই নদীর তীরবর্তী স্থানীয়দের সতর্ক থাকার বার্তা জানানো হয়েছে। পাকিস্তানের কাশ্মিরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ঝিলম নদীর জল স্বাভাবিকের তুলনায় বেশি বেশি ছাড়ছে ভারত।
এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে (Jhelum Water Release)।পাকিস্তানকে অবহিত না করেই এই কাজ করেছে তারা। এরপর হু হু করে ঝিলাম নদীর জল বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হলো ঝিলাম।
Local sources report that flooding in the Jhelum River occurred after India released water without prior notification pic.twitter.com/N2bhS1C0ib
— Wolfaksh (@wolfaksh) April 26, 2025
জানা গেছে, এই জল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে। pahalgam terror attack হামলার জেরে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের জল চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা ‘ACT OF WAR’ হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।
Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট
এর আগে শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানান, পাকিস্তানে ভারত থেকে নদীর এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছেন তারা। এই ঘোষণার পর ক্ষোভ উগরে দেন বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, সিন্ধু আমাদের আছে, সিন্ধু আমাদের থাকবে- হয় এটি দিয়ে আমাদের জলের স্রোত বইবে নয়তো তাদের (ভারতীয়) রক্ত বইবে।