১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘রামের তুলনায় রাবণ মহান’ বক্তব্যে ফের বিতর্কে জিতনরাম

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদ শিরোনামে এসেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। ফের একবার রামায়নের চরিত্র নিয়ে তাঁর বক্তব্যে উত্তাল বিহারের রাজ্য-রাজনীতি। রামায়ণের মুখ্যচরিত্র শ্রীরামকে নিয়ে তাঁর বক্তব্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জিতনরাম। তাঁর ব্যক্তিগত মত অনুযায়ী, রাবণ  চরিত্রের দিক থেকে শ্রীরামের চেয়ে বড় এবং মহান।

পটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রামায়ণের সব চরিত্রই কাল্পনিক। কিন্তু কল্পনার উপর ভিত্তি করে এই মহাকাব্যে রাবণের সঙ্গে ন্যায় করা হয়নি। রামায়ণে পরিকল্পিতভাবেই রাবণের চেয়ে শ্রীরামকে মহান করে দেখানো হয়েছে।

জিতনরাম বলেন, কর্মকাণ্ডে রাবণ রামের থেকে কোনও ভাবেই ছোট নয় বরং বড়ই বলা যায়। এই দৃষ্টিকোণ থেকে রাবণের চরিত্র শ্রীরামের থেকে মহান। তিনি বলেন, রাম যখনই সমস্যা বা বিপদে পড়েছেন তিনি অলৌকিক শক্তির সাহায্য নিয়েছেন।

কিন্তু রাবণ এ ধরনের কোনও সাহায্য পাননি। রামায়ণের লেখকের কল্পনাতেও রাবণের চরিত্রকে কলুষিত দেখানোর প্রবণতাই দেখা গেছে। জিতনরাম মাঝিকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এমনটা কীসের ভিত্তিতে বলছেন, তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি শ্রীরামকেও মানিনা রাবণকেও না। কল্পনার উপর ভিত্তি করে যে চরিত্র সৃষ্টি করা হয়েছে আমি তার ভিত্তিতেই বলছি।

এর আগেও জিতনরাম হিন্দুধর্ম এব শ্রীরামকে নিয়ে বিতর্কিত বয়ান দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন।  আগেও তিনি রামায়ণ এবং শ্রীরাম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সত্য নারায়ণ পুজো নিয়েও মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, দলিতরা যেন সত্যনারায়ণ পুজো না করে। এর আগে তিনি ব্রাহ্মণদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। কিন্তু বিক্ষোভ বাড়ছে দেখে তিনি সংক্রান্তিতে ব্রাহ্মণভোজনের আয়োজন করেন। ফের একবার বিতর্কিত মন্তব্য করে হিন্দুদের বিশ্বাস নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিলেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘রামের তুলনায় রাবণ মহান’ বক্তব্যে ফের বিতর্কে জিতনরাম

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বিতর্কিত মন্তব্য করে বারবার সংবাদ শিরোনামে এসেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। ফের একবার রামায়নের চরিত্র নিয়ে তাঁর বক্তব্যে উত্তাল বিহারের রাজ্য-রাজনীতি। রামায়ণের মুখ্যচরিত্র শ্রীরামকে নিয়ে তাঁর বক্তব্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জিতনরাম। তাঁর ব্যক্তিগত মত অনুযায়ী, রাবণ  চরিত্রের দিক থেকে শ্রীরামের চেয়ে বড় এবং মহান।

পটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রামায়ণের সব চরিত্রই কাল্পনিক। কিন্তু কল্পনার উপর ভিত্তি করে এই মহাকাব্যে রাবণের সঙ্গে ন্যায় করা হয়নি। রামায়ণে পরিকল্পিতভাবেই রাবণের চেয়ে শ্রীরামকে মহান করে দেখানো হয়েছে।

জিতনরাম বলেন, কর্মকাণ্ডে রাবণ রামের থেকে কোনও ভাবেই ছোট নয় বরং বড়ই বলা যায়। এই দৃষ্টিকোণ থেকে রাবণের চরিত্র শ্রীরামের থেকে মহান। তিনি বলেন, রাম যখনই সমস্যা বা বিপদে পড়েছেন তিনি অলৌকিক শক্তির সাহায্য নিয়েছেন।

কিন্তু রাবণ এ ধরনের কোনও সাহায্য পাননি। রামায়ণের লেখকের কল্পনাতেও রাবণের চরিত্রকে কলুষিত দেখানোর প্রবণতাই দেখা গেছে। জিতনরাম মাঝিকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি এমনটা কীসের ভিত্তিতে বলছেন, তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি শ্রীরামকেও মানিনা রাবণকেও না। কল্পনার উপর ভিত্তি করে যে চরিত্র সৃষ্টি করা হয়েছে আমি তার ভিত্তিতেই বলছি।

এর আগেও জিতনরাম হিন্দুধর্ম এব শ্রীরামকে নিয়ে বিতর্কিত বয়ান দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন।  আগেও তিনি রামায়ণ এবং শ্রীরাম-এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সত্য নারায়ণ পুজো নিয়েও মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, দলিতরা যেন সত্যনারায়ণ পুজো না করে। এর আগে তিনি ব্রাহ্মণদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন। কিন্তু বিক্ষোভ বাড়ছে দেখে তিনি সংক্রান্তিতে ব্রাহ্মণভোজনের আয়োজন করেন। ফের একবার বিতর্কিত মন্তব্য করে হিন্দুদের বিশ্বাস নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিলেন।