২০ এপ্রিল ২০২৫, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
জারি লাল সতর্কতা

হড়পা বান, ভারী বৃষ্টিতে JAMMU-KASHMIR-এ মৃত ৩

ইমামা খাতুন
  • আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 18

 পুবের কলম,ওয়েবডেস্ক:  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত JAMMU-KASHMIR। ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের রামবানে আচমকা হড়পা বান নামে রবিবার। প্রকৃতির রোষানলে পড়ে মৃত বেড়ে ৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।  আহত  শতাধিক।  রাতারাতি ঘরছাড়া শতাধিক। বন্যা বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রামবন জেলার চন্দ্রভাগা নদীর প্রবল জলস্রোতে আস্ত গোটা একটা গ্রাম জলের তলায় চলে গেছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

 

♦ সংখ্যালঘুদের সুরক্ষা: ভারত-বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ

স্থানিয়দের তরফে জানা গিয়েছে,  জম্মু ও কাশ্মীরের বহু জায়গায় বিগত ২ দিন ধরে হালকা-ভারী বৃষ্টি চলছিল। এদিন হঠাৎ করে নদীর জলস্তর ব্যপকভাবে বেড়ে যায়। হড়পাবানে ভেসে যায় চন্দ্রভাগা নদী সংলগ্ন ধর্মকুন্ড গ্রাম। সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ১০টি বাড়ি। আরও ২৫ থেকে ৩০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ধর্মকুন্ড থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। এলাকা থেকে অন্তত ১০০ জন মানুষকে উদ্ধার করা হয়।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জারি লাল সতর্কতা

হড়পা বান, ভারী বৃষ্টিতে JAMMU-KASHMIR-এ মৃত ৩

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, রবিবার

 পুবের কলম,ওয়েবডেস্ক:  ভারী বৃষ্টিতে বিপর্যস্ত JAMMU-KASHMIR। ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরের রামবানে আচমকা হড়পা বান নামে রবিবার। প্রকৃতির রোষানলে পড়ে মৃত বেড়ে ৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।  আহত  শতাধিক।  রাতারাতি ঘরছাড়া শতাধিক। বন্যা বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে।

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, রামবন জেলার চন্দ্রভাগা নদীর প্রবল জলস্রোতে আস্ত গোটা একটা গ্রাম জলের তলায় চলে গেছে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। শতাধিক মানুষকে উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।

 

♦ সংখ্যালঘুদের সুরক্ষা: ভারত-বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ

স্থানিয়দের তরফে জানা গিয়েছে,  জম্মু ও কাশ্মীরের বহু জায়গায় বিগত ২ দিন ধরে হালকা-ভারী বৃষ্টি চলছিল। এদিন হঠাৎ করে নদীর জলস্তর ব্যপকভাবে বেড়ে যায়। হড়পাবানে ভেসে যায় চন্দ্রভাগা নদী সংলগ্ন ধর্মকুন্ড গ্রাম। সম্পূর্ণরূপে ভেঙে পড়ে ১০টি বাড়ি। আরও ২৫ থেকে ৩০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ধর্মকুন্ড থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। এলাকা থেকে অন্তত ১০০ জন মানুষকে উদ্ধার করা হয়।