১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জাতীয় প্রেসক্লাবের ( মার্কিন যুক্তরাষ্ট্র) সদস্য হলেন সাংবাদিক রানা আইয়ুব

ইমামা খাতুন
- আপডেট : ২৬ মে ২০২৩, শুক্রবার
- / 8
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে জাতীয় প্রেসক্লাবের ( মার্কিন যুক্তরাষ্ট্র) সদস্য হলেন সাংবাদিক রানা আইয়ুব। এদিন ট্যুইট করে এই তথ্য নিশ্চিত করেন তিনি। ট্যুইটে তিনি জানান, জাতীয় প্রেস ক্লাব হল পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন। শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানের সদস্য হয়ে আমি সত্যি গর্বিত।
সংগঠনের ওয়েবসাইট সূত্রে খবর, এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বমানের সাংবাদিক গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি কর্ম ক্ষেত্রের সুযোগও করে দেওয়া হয়। আর সম্পূর্ণ নিখরচায় এই ব্যবস্থা করা হয়।
My dear friend @mccarrennews tells me I am the First Indian to be an honorary member of the National press club. I consider it an honour @PressClubDC pic.twitter.com/qW8FYPubod
— Rana Ayyub (@RanaAyyub) May 26, 2023