জয়ের আনন্দে বিজেপির সদর দপ্তরে মোদি-শাহ

- আপডেট : ৩ ডিসেম্বর ২০২৩, রবিবার
- / 4
পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের ফলাফল প্রমাণ করল ভারত শুধু সুশাসন আর উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রাখে। তিন রাজ্যের নির্বাচনী ফলাফলে উচ্ছ্বাসিত হয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আনন্দে আর উল্লাসে বিজেপির সদর দফতরে জড়ো হয়েছে নেতা-কর্মীরা। এদিকে কর্মীদের অভিবাদন জানাতে বিজেপির সদর দপ্তরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ।
অন্যদিকে, শেষ ফলাফলের তথ্য অনুযায়ী রাজস্থান হাত ছাড়া হচ্ছে কংগ্রেসের। ইতিমধ্যে রাজস্থানের রাজ্যপালের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি তেলেঙ্গানায় হার কে শিকার করে নিয়েছেন কে চন্দ্রশেখর রাও। সেখানে ক্ষমতায় আসছে কংগ্রেস। ফলাফল পরিষ্কার হওয়ার পরই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন কেসিআরও।