পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Joymalya Bagchi)। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতির তত্ত্বাবধানেই শীর্ষ আদালতের বিচারপতি পদে শপথ নিলেন তিনি। আরজি কর-কাণ্ডের সুপ্রিম শুনানির আগেই বিচারপতি হিসাবে শপথপাঠ করলেন বিচারপতি জয়মাল্য বাগচী (Joymalya Bagchi)।
আরও পড়ুন: Imam Umer Ahmed Ilyasi ইসরাইলি রাষ্ট্রদূতের বাড়িতে চব্য-চোষ্য দিয়ে ‘ইফতার’ সারলেন
গত ১০ই মার্চ সুপ্রিম কোর্টের কলোজিয়ামের সুপারিশেই দেশের শীর্ষ আদালতের বিচারপতি পদের জন্য নাম অনুমোদিত হয় বিচারপতি জয়মাল্য বাগচির (Joymalya Bagchi)। কলোজিয়াম সূত্রে খবর, ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনিই।
আরও পড়ুন: সরকারি ট্রেন্ডারে মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ, সিদ্ধান্ত কর্নাটক সরকারের
সুপ্রিম কোর্টে কলোজিয়ামের দাবি, ২০১৩ সালে বিচারপতি আলতামাস কবীরের অবসরগ্রহণের পর কলকাতা হাইকোর্ট থেকে আর কোনও বিচারপতিকে দেশের বিচারবিভাগীয় ব্যবস্থায় এই শীর্ষ পদে বসানো হয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি (Joymalya Bagchi) শপথ নেওয়ার পর শীর্ষ আদালতে বাঙালি বিচারপতিদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। বিচারপতি জয়মাল্য বাগচী ছাড়াও সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি বলতে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।