বিপদ ডেকে এনেছিলেন নির্যাতিতা নিজেই, ধর্ষণ মামলায় বিতর্কিত মন্তব্য বিচারপতির

- আপডেট : ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 28
লখনই: ধর্ষণের জন্য দায়ী ছাত্রীই, নির্যাতিতা নিজেই ডেকে এনেছিলেন বিপদ। এক ধর্ষণ মামলায় এমনই মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্টের এক বিচারপতি। ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে জামিনও দিয়েছে আদালত। প্রসঙ্গত, কিছুদিন আগেই এক মামলায় বিতর্কিত রায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। স্তন চেপে ধরা বা পাজামার দড়ি টেনে ধরা ধর্ষণের চেষ্টা নয়- এই রায়ের বিরুদ্ধে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার ধর্ষণের মামলায় বিচারপতির মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে নয়ডার এক বিশ্ববিদ্যালয়ের এক স্নাতকোত্তরের ছাত্রী তাঁর তিন বান্ধবীর সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। দিল্লির হাউজ কাউজের ওই রেস্তোরাঁয় কয়েকজন পুরুষের সঙ্গে তাঁদের পরিচয় হয়। এক যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নামে গুরগাঁওয়ে এক আত্মীয়ের ফ্ল্যাটে নিয়ে যায়। অভিযোগ, যুবক তাঁকে অশালীন স্পর্শ করতে থাকেন এবং ছাত্রীকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ডিসেম্বর মাসে গ্রেফতার করা হয় যুবককে। অভিযুক্ত তাঁর জামিনের আবেদন জানায় আদালতে। জামিন মামলার শুনানিতে বিচারপতি সঞ্জয়কুমার সিং বলেন, ”আদালতের পর্যবেক্ষণ, যদি নির্যাতিতার অভিযোগ সত্যিও হয়, সেক্ষেত্রে এই সিদ্ধান্তে আসাই যায় যে উনিই বিপদকে আমন্ত্রণ জানিয়েছিলেন। যা ঘটেছে সেজন্য তিনি দায়ী।” আদালত জানায়, নির্যাতিতা নিজের ইচ্ছায় তার মেয়ে ও পুরুষ বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে অতিরিক্ত মদ্যপান করার ফলে যুবতী নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। বিচারপতি সিংয়ের পর্যবেক্ষণ, নির্যাতিতা যেহেতু একজন স্নাতকোত্তর ছাত্রী, সুতরাং তিনি পরিণতমনস্ক এবং পরিস্থিতি বোঝার ক্ষমতাও ছিল।