সাইনবোর্ডের ৬০ শতাংশ কন্নড়ে না লিখলে লাইসেন্স বাতিল, আইন আনল কর্নাটক বিধানসভা

- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ ভারতের মানুষরা বরাবরই তাদের ভাষাকে মায়ের মত মর্যাদা দেয়। কোনও শর্তে ইংরেজি বা হিন্দির কাছে নিজেদেরকে বিকিয়ে দেয় না তারা। কন্নড় ভাষা সংরক্ষণে নয়া কড়া পদক্ষেপ নিল কর্নাটকের কংগ্রেস সরকার। বৃহস্পতিবার সেখানকার বিধানসভায় একটি বিল পাস করা হয়েছে। যার জেরে এবার থেকে কর্নাটকের কোনও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে লাগানো ব্যানার বা সাইনবোর্ডে বাধ্যতামূলকভাবে ৬০ শতাংশ কন্নড় ভাষা ব্যবহার করা করতে হবে। এমনটা না করলে লাইসেন্স খোয়াতে হবে ব্যবসায়ীদের। এরসঙ্গে ফাইনেরও ব্যবস্থা করছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরাও।
স্পেশাল টাস্ক ফোর্সকেও কাজে লাগাবে কর্নাটক সরকার। কন্নড় ভাষার ব্যবহার নিয়ম মেনে হচ্ছে না দেখলে ব্যবস্থা নেবে পুলিশ। বেঙ্গালুরু ছাড়া কর্নাটকের অন্যান্য এলাকার মানুষ কন্নড় ভাষাতেই কথা বলেন, এবং ওই ভাষা ব্যবহারও করেন তাদের সাইনবোর্ডে। কিন্তু বেঙ্গালুরুর ক্ষেত্রে ইংরেজি ব্যবহারের প্রবণতা আছে। কারণ বেঙ্গালুরুতে কর্মসূত্রে যারা বাস করে তারা বেশিরভগই অন্যান্য রাজ্যের বাসিন্দা, যারা কন্নড় জানেন না।