১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

        প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য  ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করল কর্নাটক সরকার

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মে ২০২৩, রবিবার
  • / 10

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ওয়ার্ক ফ্রম হোমের’ আদলে ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করছে কর্নাটক সরকার। প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য ‘বাড়ি থেকে ভোট’ দেওয়ার আবেদন জানিয়েছিল সে রাজ্যের  সরকার। নির্বাচন কমিশন তাতে সম্মতি দিয়েছে।  অশক্ত শরীর নিয়ে ভোটকেন্দ্রে আসার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ৯৪ হাজার জনের মতো বাসিন্দা বাড়ি থেকে ভোট দেবেন। তাদের মধ্যে অনেকের বয়স ৮০ বছরের উর্ধ্বে আবার অনেকে শারীরিকভাবে অক্ষম।

নির্বাচন কমিশনের প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, ৯৫ হাজার ভোটারদের মধ্যে ৭৫ হাজার ৬৯০ জন প্রবীণ নাগরিক। আর ১৮ হাজার ৬৩৬ জন দৃষ্টিহীন ভোটার।

উল্লেখ্য, মাঝে আর ২ দিন মাত্র। তারপরেই শেষ হবে দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী  পেয়ে যাবে কর্নাটকবাসী। তবে এই রাজ্যে ভোটের আগে প্রচার অভিযান কার্যত লাইমলাইট কাড়ছে। এই ভোটকে মূলত পাখির চোখ করছে বিজপি ও কংগ্রেস দুই দলই ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

        প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য  ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করল কর্নাটক সরকার

আপডেট : ৭ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ওয়ার্ক ফ্রম হোমের’ আদলে ‘ভোট ফ্রম হোমের’ নিয়ম চালু করছে কর্নাটক সরকার। প্রবীণ এবং দৃষ্টিহীনদের জন্য ‘বাড়ি থেকে ভোট’ দেওয়ার আবেদন জানিয়েছিল সে রাজ্যের  সরকার। নির্বাচন কমিশন তাতে সম্মতি দিয়েছে।  অশক্ত শরীর নিয়ে ভোটকেন্দ্রে আসার ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ৯৪ হাজার জনের মতো বাসিন্দা বাড়ি থেকে ভোট দেবেন। তাদের মধ্যে অনেকের বয়স ৮০ বছরের উর্ধ্বে আবার অনেকে শারীরিকভাবে অক্ষম।

নির্বাচন কমিশনের প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী, ৯৫ হাজার ভোটারদের মধ্যে ৭৫ হাজার ৬৯০ জন প্রবীণ নাগরিক। আর ১৮ হাজার ৬৩৬ জন দৃষ্টিহীন ভোটার।

উল্লেখ্য, মাঝে আর ২ দিন মাত্র। তারপরেই শেষ হবে দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ৫ বছরের জন্য মুখ্যমন্ত্রী  পেয়ে যাবে কর্নাটকবাসী। তবে এই রাজ্যে ভোটের আগে প্রচার অভিযান কার্যত লাইমলাইট কাড়ছে। এই ভোটকে মূলত পাখির চোখ করছে বিজপি ও কংগ্রেস দুই দলই ।