পুবের কলম, ওয়েবডেস্ক: বাবার পছন্দ করা ছেলেকে বিয়েতে অসম্মতি। গলায় দড়ি পেচিয়ে কন্যাকে শ্বাসরোধ করে খুন বাবার। তরুণীকে খুনের অভিযোগে ইতিমধ্যেই বাবাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিদর জেলায়। মৃত তরুণীর বয়স ১৮ বছর।
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল মৃতার। বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল। কন্যার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাবা। পুলিশ ওই যুগলকে খুঁজে আনে এবং পরিবারের হাতে তুলে দেয়। পরে তাঁদের সম্পর্কও ভেঙে যায়। সেই সময় মৃতার কারণে তরুণীর বাবার বিস্তর সম্মানহানী ঘটেছিল। সেই থেকে কন্যার উপর রাগ ছিল তাঁর।
পরে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে না-চাওয়ায় তরুণীকে খুন করা হয়েছে, দাবি স্থানীয়দের। ঘটনাটি ঠাহর করতে পেরেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই কাজ করলেন, কোন আক্রোশ থেকে খুন, অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার টোটোচালক সৌমিত্র