BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হাইটেক টুকলি! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় এআইয়ের ব্যবহার, হাতেনাতে ধরা পড়ল পরীক্ষার্থী ভাষার জন্য তামিলরা প্রাণ দিয়েছে, ভাষার সঙ্গে খেললে ফল ভালো হবে না, হুঙ্কার কমল হাসানের সলমন রুশদির হামলাকারী দোষী সাব্যস্ত, ন্যূনতম ৩০ বছর কারাদণ্ডের সম্ভাবনা ৬ ইসরাইলি জিম্মিকে ছাড়ল হামাস, জেলমুক্তির অপেক্ষায় ৬০০ ফিলিস্তিনি কুম্ভমেলায় যাওয়ার পথে দূর্ঘটনায় মৃত পশ্চিমবঙ্গের ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর  ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই বিবিসি ইন্ডিয়াকে ৩.৪৪ কোটি টাকা জরিমানা করল ইডি ইরান সফরে ল্যাভরভ এনসিপিইউএল-এর বিশ্ব উর্দু সম্মেলন মথুরাপুরে শুরু হল চারদিনের এম পি কাপ

কর্নাটকে ক্রমেই বাড়ছে নাবালিকা প্রসূতি, রিপোর্ট

রিপোর্টার:
  • শেষ আপডেট: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

 হাইলাইটস:

৩ বছরে ৩৩, ৬২১  নাবালিকা অন্তঃসত্ত্বা

                                   ২০২৪ সালে শুধু ব্যাঙ্গালুরুতে মোট প্রসূতির সংখ্যা ছিল ৪, ৩২৪

 

ব্যাঙ্গালুরু, ৩১ জানুয়ারি: বাল্য-বিবাহ রোধে লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে  সরকার। তবুও পুলিশ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিবছরই বিয়ে হচ্ছে হাজার হাজার নাবালিকার। বছর ঘোরার আগে অন্তঃসত্ত্বাও হয়ে পড়ছে তারা। তবে শুধু বৈবাহিক কারণ বশত না আরও নানাকারণে অপরিপক্ক বয়সেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছে অবিবাহিত পড়ুয়ারাও।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের  গর্ভধারণের ঘটনার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে কর্নাটক। বিগত ৩ বছরে সংশ্লিষ্ট রাজ্যে প্রায় ৩৪ হাজার নাবালিকা প্রসূতির ঘটনা রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে ২০২৪ সালে শুধু ব্যাঙ্গালুরুতে মোট প্রসূতির সংখ্যা ছিল ৪, ৩২৪। অন্যান্য জেলাগুলির মধ্যে বিজয়নগর (২,৪৬৮)বাল্লারি (২২৮৩), বেলাগাভি (২২২৪), এবং মাইসুরু (১৯৩০) ছিল। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর জানিয়েছে, শুধু  কর্নাটকে ২০২১-২২ সালে ১১, ৭৯২ নাবালিকা প্রসূতির কেস রিপোর্ট করা হয়েছে অন্যদিকে  ২০২২-২৩ সালে ১৩, ১৯৮ এবং  ২০২৩-২৪ সালে ৮ হাজার ৬৩১ কেস রিপোর্ট করা হয়েছে। তবে ২৪ নাবালিকা প্রসূতির সংখ্যা অনেকটা কমেছে। যা কিছুটা স্বস্তির বলে জানিয়েছে রাজ্য-কেন্দ্র সরকার। তবে ১৪ থেকে ১৭ বছর বয়সিদের গর্ভবতী হওয়াটা স্বভাবতই বেশ  উদ্বেগের  বিষয় বলেও জানিয়েছে তারা।

 

এই প্রক্ষিতে কর্নাটক স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর চেয়ারম্যান নাগান্না গৌড়া জানান, নাবালিকা প্রসূতির বিভিন্ন কারণ থাকতে পারে যার মধ্য অন্যতম হল মোবাইল আসক্তি। কমবয়সি ছেলেমেয়েদের হাতে সহজেই চলে আসছে স্মার্টফোন। সোশ্যাল মিডিয়ায় তাদের সক্রিয়তা বাড়ছে। তারপরে পরিচয়, প্রেম এবং পালিয়ে গিয়ে বিয়ে বা বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি বিশ্বাস করে প্রতারিত হতে হচ্ছে। আরও কারণ হিসেবে উঠে আসছে বাড়িতে বাবা-মা না থাকাও। নজরদারির অভাবে অনেক মেয়েই ভুল পদক্ষেপ করে ফেলে। প্রতারণার ফাঁদে পা দেয়। এই জন্য রাজ্য এবং কেন্দ্র উভয়ের পক্ষ থেকে নানা ধরণের সচেতনমূলক ক্যাম্পেইন করা হচ্ছে।

 

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder