২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশি হেফাজতে মৃত্যুতে ইউপির মুখ্য সেক্রেটারি ও ডিজিপির কাছে রিপোর্ট চাইল জাতীয় সংখ্যালঘু কমিশন

মিতা রয়
  • আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার
  • / 3

পুবের কলম ডেস্ক : উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় পুলিশি হেফাজতে ২২ বছরের মহম্মদ আলতাফের মৃত্যুতে সুয়ো মোটো এক্তিয়ার নিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন। এই রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল ও মুখ্য সেক্রেটারির কাছ থেকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।

পাশাপাশি, ত্রিপুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ, বাড়ি ও দোকান ভাঙচুরের বিষয়েও সুয়ো মোটো নিয়েছে কমিশন এবং ত্রিপুরার মুখ্য সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট চেয়েছে। এমনটাই জানিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রধান ইকবাল সিং লালপুরা। প্রসঙ্গত, কাসগঞ্জের ঘটনায় গাফিলতির অভিযোগে পাঁচজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যু এই প্রথম নয়। বারবার এমন ঘটনা ঘটতে দেখা গেলেও অপরাধীদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হেফাজতে মৃত্যু হলেই তাকে আত্মহত্যা বা স্বাভাবিক কারণে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি হল, এই নিগ্রহের শিকার মূলত দরিদ্র, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যে উঠে এসেছে যে, গত তিন বছরে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে।

Tag :

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুলিশি হেফাজতে মৃত্যুতে ইউপির মুখ্য সেক্রেটারি ও ডিজিপির কাছে রিপোর্ট চাইল জাতীয় সংখ্যালঘু কমিশন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ডেস্ক : উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় পুলিশি হেফাজতে ২২ বছরের মহম্মদ আলতাফের মৃত্যুতে সুয়ো মোটো এক্তিয়ার নিয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন। এই রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল ও মুখ্য সেক্রেটারির কাছ থেকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।

পাশাপাশি, ত্রিপুরায় সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ, বাড়ি ও দোকান ভাঙচুরের বিষয়েও সুয়ো মোটো নিয়েছে কমিশন এবং ত্রিপুরার মুখ্য সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট চেয়েছে। এমনটাই জানিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশনের প্রধান ইকবাল সিং লালপুরা। প্রসঙ্গত, কাসগঞ্জের ঘটনায় গাফিলতির অভিযোগে পাঁচজন পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যু এই প্রথম নয়। বারবার এমন ঘটনা ঘটতে দেখা গেলেও অপরাধীদের বিরুদ্ধে তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হেফাজতে মৃত্যু হলেই তাকে আত্মহত্যা বা স্বাভাবিক কারণে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি হল, এই নিগ্রহের শিকার মূলত দরিদ্র, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যে উঠে এসেছে যে, গত তিন বছরে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে।