Breaking: স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদে দিল্লিতে মদ বিক্রি নিষিদ্ধ, ঘোষণা কেজরি সরকারের

- আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক : স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদ-এই চারটি বিশেষ দিন ড্রাই ডে ঘোষণা করল দিল্লির আপ সরকার। এই দিনগুলিতে দিল্লিতে মদ বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়ে দিল কেজরি সরকার। আপ সরকার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৩ সালে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্বাধীনতা দিবস, মুহারম, জন্মাষ্টমী, ঈদ-ই-মিলাদ উপলক্ষে মদের দোকানগুলি দিল্লিতে বন্ধ রাখা হবে।
আবগারি দফতর থেকে আপ সরকারের কাছে বুধবার মদ বিক্রি বন্ধের প্রস্তাব দেওয়া হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই প্রস্তাব অনুমোদন করে নির্দেশিকা জারি করেছেন। প্রতি তিন মাস অন্তর অন্তর ড্রাই ডে- তালিকা প্রকাশ করে আবগারি দফতর।
এই বছর ২৯ জুলাই মুহারম, স্বাধীনতা দিবস যথারীতি ১৫ আগস্ট, জন্মাষ্টমী ৭ সেপ্টেম্বর, ঈদ-ই-মিলাদ ২৮ সেপ্টেম্বর। এই চারদিন দিল্লিতে বন্ধ থাকবে মদের দোকান সহ বারগুলি। এই দিনগুলিতে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত, রাজ্য নির্বাচন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধি জয়ন্তী এই দিনগুলির একটি বিশেষ গুরুত্ব আছে। রাজ্যবাসীকে এই গুরুত্ব বোঝানোর জন্য
এই দিনগুলিতে মদের দোকান সহ বারগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আপ সরকারের তরফে। এছাড়াও রাস্তাঘাটে যত্রতত্র মদ খাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
দিল্লি সরকার জানিয়েছে, এই ড্রাই ডে নির্দেশিকার উদ্দেশ্য হল, রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা। এছাড়াও এই দিনগুলির গুরুত্ব ও দায়িত্ব মানুষকে বোঝানো।