ক্যালিফোর্নিয়ায় ভারতীয় দূতাবাসে আগুন খালিস্তানিদের

- আপডেট : ৫ জুলাই ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলা। গভীর রাতে দূতাবাসের আগুন লাগিয়ে দেওয়া হল। দাউ দাউ করে জ্বলে উঠল দূতাবাস ভবনের একাংশ। এই ঘটনায় অভিযোগের তির খলিস্তানপন্থীদের দিকে। পাঁচ মাসে এই নিয়ে দ্বিতীয় বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা চালানো হল। রবিবার গভীর রাতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হন কয়েক জন দুষ্কৃতী। তাঁরা দূতাবাসে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। জ্বলে ওঠে দূতাবাস ভবনের একাংশ। অভিযোগ, খলিস্তানপন্থীরা দূতাবাসে আগুন ধরিয়েছেন। তবে এই ঘটনায় হতাহতের খবর নেই। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, আমেরিকা যে কোনও রকমের হিংসা এবং ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধী। বিশেষ করে বিদেশের প্রতিনিধিদের ওপর হামলা আমেরিকায় শাস্তিযোগ্য অপরাধ। এদিকে কানাডার টরন্টোতে খালিস্তানিরা একটি ‘স্বাধীনতা মিছিল’-এর ডাক দেওয়ার পর দিল্লিতে কানাডার রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে।