কিয়েভঃ উভয় পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম, রাশিয়ার ৩৫০০ সেনাকে হত্যা, দাবি ইউক্রেনের

- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্কঃ রাজধানী কিয়েভে উভয় পক্ষের মধ্যে চলেছে রক্তক্ষয়ী সংগ্রাম। যুদ্ধে এখনও পর্যন্ত ৩৫০০ সেনা হত্যাকে করেছে বলে দাবি ইউক্রেনের। আজ শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভে উভয় পক্ষের মধ্যেই চলছে তুমুল যুদ্ধ। ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সাড়ে তিন হাজার সেনাকে হত্যা করেছে তারা।
ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে দাবি করে, রুশ সেনা আগ্রাসনে ৩ হাজার ৫০০ রুশ সেনাকে হত্যা ও প্রায় ২০০ জনকে বন্দী করেছে। এখন পর্যন্ত রাশিয়া ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার ও ১০২টি ট্যাংক হারিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। আজ ভোর থেকেই কিয়েভে একাধিক বিস্ফোরণ ও গোলাগুলি চলছে।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। তারা ওই হামলা প্রতিরোধ করেছে।
এদিকে যুদ্ধ বিধবস্ত ইউক্রেনে আটকে বহু পড়ুয়া। কবে কিভাবে বাড়ি ফিরবে, সে ব্যাপারে এখনও তাদের কাছে কোনও নিশ্চয়তা নেই। খাবার জল নেই, আবার খাদ্য নেই, মোবাইলে চার্জ নেই। মাঝেমধ্যে বাড়ির সঙ্গে কথা আবার হচ্ছে না। শুক্রবার রাতেই ইউক্রেনের রাজধানীতে রাশিয়ান সেনার ঢুকে পড়ার খবর পাওয়া যায়। কিয়েভের আশেপাশের অংশেও আজ সকাল থেকেই দুই দেশের সেনার মধ্যেই ঘনঘন সংঘর্ষ চলেছে। যোগাযোগ না করে বর্ডার পোস্টে যাবেন না, ইউক্রেনে আটক ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া ভারতীয়রা দূতাবাস বা ভারতীয় আধিকারিকদের সঙ্গে আগাম যোগাযোগ ছাড়া যেন সীমান্ত এলাকাগুলির দিকে না যান। এদিকে এই পরিস্থিতিতে দাম বেড়েছে টিকিটের। এত দাম দিয়ে টিকিট কেটে শিক্ষার্থীরা বাড়ি ফিরবেন তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা।