০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গুজরাটে বাজি কারখানায় নিহত ও আহতদের আর্থিক সাহায্য, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা

চামেলি দাস
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর রাজ্যের বাজি কারখানায় এবার বিস্ফোরণ। মঙ্গলবার বনাসকাঁঠা জেলার ডীসা শহরের অদূরে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত পাঁচজন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। প্রসঙ্গত, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে। সেখানেও বেআইনি ভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, “গুজরাটের বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। প্রধানমন্ত্রী জাতীয় মুক্তি তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাটে বাজি কারখানায় নিহত ও আহতদের আর্থিক সাহায্য, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্যের ঘোষণা

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর রাজ্যের বাজি কারখানায় এবার বিস্ফোরণ। মঙ্গলবার বনাসকাঁঠা জেলার ডীসা শহরের অদূরে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গুরুতর আহত পাঁচজন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। প্রসঙ্গত, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে। সেখানেও বেআইনি ভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানানো হয়েছে, “গুজরাটের বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। প্রধানমন্ত্রী জাতীয় মুক্তি তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।” মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।