পুবের কলম প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স অনুগামীদের জন্য এবার এক বিশেষ উদ্যোগ নিল কেকেআর কর্তৃপক্ষ। নাইটদের পাওয়া আইপিএল ট্রফি যাতে এবার বেশিরভাগ শহরের বেশিরভাগ অনুগামীরা দেখতে পান, তাই ট্রফি সফরের আয়োজন করতে চলেছেন শাহরুখ খান অ্যান্ড কোম্পানি। পূর্ব ভারতের মোট ৯টি শহরে ঘুরবে নাইটদের আইপিএল জয়ের ট্রফি। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নাইটদের ট্রফি ট্যুর। প্রথমদিনই ট্রফি যাবে অসমের রাজধানী শহর গুয়াহাটি। ট্রফি রাখা থাকবে সিটি সেন্টারে। এরপর ১৬ ফেব্রুয়ারি নাইটদের সেই ট্রফি উড়ে যাবে ভুবনেশ্বরের নেক্সাস মলে। সেখানে ট্রফি রাখা থাকবে ২০ তারিখ পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি ট্রফি আসবে জামশেদপুরের হাই টেক মলে। ২৩ তারিখ ট্রফি যাবে রাঁচিতে। এরপর ২৮ তারিখ সিকিমের রাজধানী শহর গ্যাংটক ঘুরে ২ মার্চ বাংলায় ফের আসবে সেই ট্রফি। এরপর সেই ট্রফি যাবে পাটনায়। তারপর ৯ মার্চ ট্রফি আসবে দুর্গাপুরের সিটি সেন্টার মলে। ১৬ মার্চ নাইটদের ট্রফি ট্যুর শেষ হবে সাউথ সিটি মলে এসে।